Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আবু সাঈদ চৌধুরী

৮ বছর আগে লিখেছেন

পেন্সিল

 
============সাঈদ চৌধুরী
আমি এখনও সেই পেন্সিলটির ঘ্রান পাই
বাবাকে বলতাম, বাবা তুমি একটা পেন্সিল এনো
বাবাতো রেগেমেগে সেই রকম
ঐ দিননা পেন্সিল কিনে দিয়েছি,
আমার মন ভার হয়ে আসতো
চোখ গড়িয়ে নামতো অঝড় ধারার বৃষ্টি….
বাবা একবার ফিরেও তাকাতো না
এমন ব্যস্ততা যেন শুধু সেই-ই অফিস করে
আমি অভিমান নিয়েই তখন স্কুলের পথে
স্কুল থেকে এসে গভীর ঘুমে বিছানার পথ ধরতাম
ঘুম থেকে ওঠার পরই টেবিলে পেতাম
এক বাক্স হলুদ কালো রঙের ডোরাকাটা পেন্সিল
আমি এখনও সেই পেন্সিলটার ঘ্রান পাই ।
 
continue reading
Likes Comments
০ Shares

আবু সাঈদ চৌধুরী

৮ বছর আগে লিখেছেন

তুমি আকাশের দিকে দেখো

তুমি আকাশের দিকে দেখো
অনেক কিছু আছে সেখানে
জীবনের রং থেকে শুরু করে
বিবর্নতার অন্ধকার
বিষাদময়ের তীক্ষ্ন কোন অনুভূতির
কষাঘাতের দেয়াল,
অথবা সাদা শুভ্র মেঘে
উড়ন্ত গাঙচিলের স্বাধীন বিস্তার
যা তোমাকে দিতে পারে
অপার সুখের আধার
তুমি আকাশের দিকে দেখো
কি নেই সেখানে
তুমি উড়তে চাও
নাকি তুমি ভাসতে চাও
জলরাশির উত্তাল তরঙ্গ
ভাসমান রেখেছে বিধাতা….
তাওতো শূণ্যের উপর
তুমি সেখানে বিস্তার করো
দুঃখগুলোকে আকাশের জলরাশির মাঝে
ভাসিয়ে উদযাপন করো
জীবনের সকল আনন্দ...
ও যখন আবার বৃষ্টি হয়ে পড়বে
তখন তোমার দুঃখগুলো আর দুঃখ থাকবেনা
ছোট কণা কণা জলরাশিতে
সুখের মুক্তো হয়ে
তোমাকে স্বপ্ন দেখাকে
তুমি আকাশের দিকে দেখো
ও তোমাকে উজার করা আনন্দ দেবে….
সাঈদ চৌধুরী (ছবি: সাঈদ চৌধুরী) continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - Shopnil Shagor

    hmm..valo laglo

    • - এ.টি. নূর শেখ লিটা

      ধন্যবাদ emoticons

    - মনজুরুল আলম প্রিন্স

    ভালো লাগলো

    • - এ.টি. নূর শেখ লিটা

      ধন্যবাদ emoticons

    - সুমন সাহা

    কিছু সত্য কথা চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে।

    ভালো লাগলো।

    শুভেচ্ছা রইলো।

    • - এ.টি. নূর শেখ লিটা

      অনেক ধন্যবাদ emoticons

    Load more comments...

আবু সাঈদ চৌধুরী

৯ বছর আগে লিখেছেন

আমি সেদিন নিশ্চুপ ছিলাম…(প্রতিযোগীতার জন্য )

সেদিন সম্ভবত বৃষ্টির রাত ছিলো
বাইরে মেঘের গর্জন শুনছিলাম
হয়ত ঝড়ো হাওয়াও বইছিলো…
কিন্তু সব উৎকন্ঠার পরও
আমার ছোট্ট মামনিটার চেহারাই ভেসে উঠছিলো বার বার
ঝড়ের দিনে ও খুব কুঁকড়িয়ে
আমার বুকে না থাকলে ঘুমোতে পারেনা
ও তখনও বুকের দুধ খায়
যখন একটা করে মেঘের গর্জন দেয়
আমি আমার খুকিটার চিন্তায়ই বিদ্ধস্থ্য হই
বুকটা ফেটে কান্না আসছে
চোখের পানি গড়িয়ে পড়ছে
এর সাথে চলছে আমার বস্ত্র হরন
আমাকে উদাম করা হয়েছে
আমি দিক বিদিগ হয়ে আমার খুকীর মুখে আবৃত
তখন আমাকে নিয়ে তাদের উলঙ্গ নৃত্য
আমি বুঝিনি সেদিন
মানব নাকি পশু ছিলাম অথবা কোন ব্যবহার্য্ বস্তু
সারা রাত ধরে দেহ অর্পণ…!
আসলে কি অর্পন না সমর্পণ বুঝিনি
রক্ত ঝরেছে সারা শরীর থেকে
নাকের দুল টেনে খুলেছে,
আমার চোখের জলকে
তারা তাদের পৌরষত্বকে প্রকাশের মাধ্যম হিসেবে নিয়েছে
আমি যত বার চিৎকার করেছি তারা ততবার
হুংকার ছেড়ে বীর্জের স্থলন করেছে…!
নষ্ট, ভ্রষ্ঠ চেহারা করে ভোরের সূর্যদয়ের সময়
আস্তাকুড়ে আমাকে ফেলেছে…!
জাগ্রত হয়ে যখন দেখেছি দিনের আলো
সাদা শাড়ীতে লাল রংয়ে খুজেঁছি মুক্তির ঝলকানো
আমার উপরে নীল আকাশ আছে
মেঘের পরেই বোধ হয় সূর্যটা উঠেছে
তাপও অনেক বেশী
আমার খুকীটা বুকে নিয়ে ঘুম থেকে ওঠা হয়নি আমার
ও বোধ হয় চিৎকারে ফেটে পড়েছে…!
আমি অক্ষম হয়েও ঢল ঢল ভাবে হাঁটার চেষ্টায় মশগুল
তার সকালের মুখটা দেখবো বলে….
ঐতো বাড়ি দেখা যাচ্ছে
এ মেঠো পথটা আমার খুব চেনা
খুকীর বাবা সকালে সারারাত ধরে নৌকা চালিয়ে
এ পথ ধরেই আসতো…
তার... continue reading
Likes Comments
০ Shares

আবু সাঈদ চৌধুরী

৯ বছর আগে লিখেছেন

বীরত্ব

 
কৃষ্ঞপক্ষের আধার মনে ঢেলে দিয়েছে কেউ
অযাচিত বিরহী সুর বংশী বাদক তার নিজের অজান্তেই
বাড়ির উত্তর পাশে তুলো গাছের উঁচু জায়গাটায় বসে
মনে গেঁথে যাওয়া মোক্ষম সময়ে নিবীর সুরে
যেন আমার অপারগতাকেই মনে করিয়ে দিচ্ছে অপ্রতুল
নষ্টামি করা বিকিয়ে যাওয়া নুপুর গুলোর
রং খসে পড়া ভাবে নতুন রং দেওয়ার অবকাশ
আমাকে বোঝায়, যারা শুধু ব্যবহার হয় মানুষের দেহের প্রয়োজন মেটাতে
তাদেরও একটা ধর্ম আছে, আছে আলাদা গুণের সমারোহ,
যা দেখালে জ্ঞান বোদ্ধার মত করে ভারত্ব নিয়ে
তার পেছনেও যে ভন্ডামীর আলাদা চেহার আছে
তা যে তুমি লুকোতে পারোনি ...!
বোকা বলবোনা, অভিযোগও নেই
তবে তোমার চাতুরতা বুঝে ফেলার ভার আমি নিতে পাছিনা,
আধারগুলো জড়তা ছেড়ে যেভাবে আমার সূর্যকে আবৃত করেছে
তা যে সূর্য্র দীপ্ত আলো ভেদ করতে পারে তা তুমিও জানো
এতে অবশ্য সংগ্রাম করতে হয়, করতে হয় হালের বলদের মত পরিশ্রম
তবুও না একটা প্রশান্তি আছে
কারন সেটা মূল্যহীন নয়, অবাঞ্চিতও নয়, নয় কোন ফেলনা
বীরত্বের সঠিক প্রতীক কৃষ্ঞপক্ষের অন্ধারেই রয় ......
সাঈদ চৌধুরী (ছবি কৃতজ্ঞতায়: নেট থেকে সংগৃহীত)
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - টোকাই

    অসাধারণ !! ভালো লাগলো ভাই ।

    • - টি.আই.সরকার (তৌহিদ)

      ধন্যবাদ ভাই ! আপনাদের এই ভালো লাগা অটুট থাকবে সবসময় প্রত্যাশা এমনটাই !

আবু সাঈদ চৌধুরী

৯ বছর আগে লিখেছেন

আবার ভালোবাসায় ফেরাবো…

নিঃশেষের দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে
তখন তোমার কোমল হাতে
আমার শক্ত মুঠির দূর্বার গতি দিয়ে ছোঁব
আমি জানি ঐ দিনটি তোমার আসবেই
ভালোবাসায় অহমিকা মানায়না,
যেটা তুমি করেছো তা অন্ধকার সমই
রোদ্দুরের দিনে মেঘের আনাগোণা শীতলতার জন্য প্রয়োজন
ঝড়ো হাওয়া আনতে চাইলে
তা ভালোবাসাকে পথের ওপর থেতলিয়ে মারে,
খাদকেরা খাদ্য অন্বেষনের নামে যখন অত্যাচার করে
তখন সমাজকে আর সমাজের সংজ্ঞায় বাঁধা যায় না
তুমিও বড়ই বাঁধন হারা
ভাবতে শিখেছো আমাকে ছাড়াই সুখ পাবে
আলিঙ্গনে মিলন সুখ হলে
পরগাছাও নিজেকে পরাধীন ভাবতো না
পৃথিবীর সকল সত্যের পরে
যখন তুমি আমার অভাব বোধ করবে
তখন তোমার কোমল হাতে
আমার শক্ত মুঠির দূর্বার গতি দিয়ে ছোঁব
আমি তোমাকে আবার আমার ভালোবাসায় ফেরাবো….
সাঈদ চৌধুরী( ছবি: সংগৃহীত continue reading
Likes Comments
০ Shares
Load more writings...