Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ছড়াবাজ ছড়াবাজ

১০ বছর আগে

রাজনীতি?

ক্ষমতার স্বাদ সেতো,
তেতো নয় সুস্বাদু,
চেনাচেনি নাহি চায়,
কেবা নাতি কে দাদু।

মরবে তো জনগণ,
ছটাক-এক বুদ্ধি,
গাড়ি, মাথা, ঠাং ভাঙো,
বোধে নাই শুদ্ধি।

চাঁদা খায় সব কাজে,
টাকা সেতো মিষ্টি,
মারো, কাটো, পুড়ে যাক,
সংসদে খিস্তি।

চোখ যবে খুলে যাবে,
কেবা পড়ে বিবিএ,
কচু মাথা লেখাপড়া,
নেতাগিরি কিলিয়ে।

দুনিয়ার সব জাতি,
বাঁশ দেয় পরকে,
আজিব এই বাঙালিরা,
ভাঙে নিজ ঘরকে।

ছোটলোক নেতা সব,
চোরগুলো আসে যায়,
বোঝে না যে দেশপ্রেম,
একই পাতে হাগে-খায়।

===

(০৬-মে-২০১৩)

১ Likes ৬ Comments ০ Share ৩৯৫ Views

Comments (6)

  • - কাফাশ মুনহামাননা

    আপনাকে পেয়ে আমি খুব আনন্দিত মঈন ভাই।মনে হচ্ছে মরুভূমিতে পানির দেখা পেলাম।...................

    সীমান্ত দানবদের রুখবোই রুখবো।

    • - মুন জারিন আলম

      আর আত্মঘাতক চোরাচালানী দেশপ্রেমিক
      ব্রিফকেস ভরে আমাদের বিলিয়ে দিচ্ছে
      মানবতা নামক মিমি চুইংগাম 

      সুন্দর।

    - মোঃসরোয়ার জাহান

    আর এ সীমান্ত দানবেরাই মানবতাকে
    মিমি চুইংগামের মতো চিবিয়ে
    জাতী সংঘের রঙ্গমঞ্চে গাচ্ছে
    মানবতার জয় গান-

    -------very nice

    - তৌফিক মাসুদ

    মানবতা নামক মিমি চুইংগাম। 

    যারা যত বেশি মানবতার গান গায় তাদের তত বেশি অমানবতার কর্ম পাওয়া যায়। 

     

    আপনার কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম। 

    Load more comments...