Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

যৌবনে ঠাঁই পেল ভালবাসা!

আমাদের যাপিত জীবন গুলোতে যৌবন মানেই উন্মাদনা। নীল আকাশে যখন রংধনু দেখা যায় তখন সাত রঙে রাজ্ঞায়িত হয়ে একটি অঘোষিত আনন্দ আমাদের যৌবনে ঝলকে ওঠে। মনে হয় এই বুঝি কৈশোর পেরুলোম। কৈশোর পেরিয়ে যৌবনে উদ্দিপিত হয়ে দেখলুম এ অন্য রকম যৌবন। যৌবনে ভর করিলো রবীন্দ্রনাথ। তার গান শুনে শুনে লেনদেন হয় প্রথম কদম ফুল, ভাবনায় বোনা নীল খাম। প্যাচ প্যাচে বৃষ্টিতে ইচ্ছে মতো ভেজা। নীল খুনসুটি আর বেলা হলে মেঘ মেদুরে খাম খুলতে এক পশলা ইলশেগুড়িঁ অনুভূতির ছাট। আর এই ছোট ছোট অনুভূতি গুলো যখন বড় কিছু পাওয়ার জন্য ব্যাকুল তখন মনের আজ্ঞিনায় হানা দিল এক চিলতে বৃষ্টির ন্যায় হাহাকার সমুদ্রের মাঝে দিক হারা নাবিকের কৌশলী সন্ধানে তেজোদ্বীপ্ত আকাঙ্খা নিয়ে পংগপালের ন্যায় মোহিত হলাম নজরুলের জয়োধ্বনিতে। টকবগে যৌবনে দাড়িয়ে যৌবনের উচ্ছসিত আলোকবর্তিকা আস্বাধনের নিমিত্তে বাধনহারা ঝাকরা চুলের অধিকারী চির যৌবনের সমর সজ্ঞীত গায়িত চির বিদ্রোহী চেনা অচেনার পানে চঞ্চলা চপলা কবি নজরুলের বালখাল্যে উদ্ভাসিত হলাম। লোহার ঝিঞ্জির বেড়ী পরিহিত কাফনের মাঝে চিত্রায়িত জীবন খানি যেন চিবুক সুরলহরীর মূর্ছনায় পাদ-প্রদীপের চঞ্চলা হরিণীর রূপায়িত পরনে চিত্রশিল্পীর দ্বারা অংকিত হৃদয়ে ভালবাসা মানুষের পরস পেতে অবলুপ্ত মনে বাসনা বাসা বাধে। হিয়ার হৃদয় নিংরানো ভালবাসার তরজ্ঞচ্ছটা দিয়ে আজ প্রেমিক-প্রেমিকারা যৌবন তৃপ্তির মহারণন খুজিতে ভালবাসা দিবস উৎযাপন করিতে ব্যাকুল। ভালবাসা দিবসের আনন্দঘন মূহুর্তকে স্বরন রাখার জন্য কেউ ভালবাসার মানুষকে তার ভালভাসার কথা বলবে আবার কেউ বলি বলি করে বলতে ব্যর্থ হবে। তখন ব্যর্থ প্রেমিক কবিতা লিখবে,

 

সেদিন মনের বাগানে লেগেছিলো ফাগুন

তারই সাথে মনপাখি গাইছিলো গুনগুন।

করিডোরে আমার রৌদ্র শরীরে পরেছিলো তার ছায়া

ক্লাসরূমে গিয়ে শুনি মেয়েটির নাম ছোয়াঁ।

স্পর্শকাতর ঐ মেয়ের পরশ পেয়ে

মনের মাঝে ভালবাসা যাচ্ছিলো ছুয়েঁ।

সন্ধার আকাশে উকি দিলো চাঁদ, কেন এই বেলা

আয় তোরা দেখে যা, মনের ঘরে ভালবাসার খেলা।

মনেতো কারও কথা শুনেনা

কেন যেন বুঝেও সে বুঝেনা।

মন তার মনের কথা এখন বলেনা

যে কথাটি বলি বলি করে আজও বলা হলো না!

 

        আজ ভালবাসা দিবস। নতুন করে যৌবনে ঠাঁই পেয়েছে ভালবাসা। যৌবন আজ ভালবাসা দিবে এবং নিবে আবার কেউ দিতে ও নিতে দুটোতেই ব্যর্থ হবে তারপরও এই দিনটিতে ভালবাসা নতুন জীবন পাবে। প্রতিটি জীবন যতদিন বেচেঁ থাকবে ততোদিন ভালবাসা নামক শব্দটিকে মনের মধ্যে বিশ্বাস করে বুকের ভিতর জনমভর লালন করে যাবে। সেই ভালবাসা চীরজীবি হোক। সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা। Happy Valentines Day!!!
১ Likes ১৪ Comments ০ Share ৫৪৬ Views

Comments (14)

  • - আলমগীর সরকার লিটন

    মান্নান দা

    অনেক শুভেচ্ছা