Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

যূথচারিতা

তোমাকে জানতে চাই,ভাল করে;
আরো ভেতর থেকে।তার জন্য প্রয়োজন সংগম
ও একটি পবিত্র শয্যা।
আমি হন্তারক,তুমি হন্তাস্থান
যে হন্তাস্থানে আমার অগম্য বিচরণ।
আমাদের পবিত্রতার অভ্যন্তরীণ কিছু অপবিত্র(?)বিপাক্রিয়া হতে
রচনা করতে চাই একটি 'প্রহসন'।
না,যৌন বেগে নয়-একগুচ্ছ গভীর বেদনা থেকে।
সঞ্চায়িত প্রহসন থেকে আত্মসাৎ করে নিচ্ছি অমেয় মর্যাদা
হতাহত আনন্দ আর শূদ্র সম্মাননা।
পৌছে গেলাম দ্বীধাহীন স্বর্গে- এজন্মেই।
স্বপ্নাচ্ছন্ন প্রেম বা ভাবাবেগের গভীরতা নয়;
এ আমার একান্ত
'যূথচারিতা'...

০ Likes ০ Comments ০ Share ৪৬২ Views