Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৭ বছর আগে

মৌনতাকে পুঁজি করে, শুধু আকাশ বেঁচে থাকুক

মৌনতাকে পুঁজি করে, শুধু আকাশ বেঁচে থাকুক 

ও, আকাশ 
বাতাসের ঝড়ো হাওয়ায় উড়িয়ে নাও 
রোদের তীব্র দহনে পোড়াও 
ধুলার সমুদ্রে ডুবাও 
ঢেকে রাখ;মেঘের ছায়ায় 

যত পথ আছে নজরে তোমার 
চেনা অচেনার যত বহর! 
যতই দীর্ঘ লম্বা নিশানা 
সব পথের চিহ্ন মুছে দাও 
নক্ষত্রলোকের মতো করে 
শুধু আলো জ্বেলে রাখ; 
তোমারই রাজ্যের মতো করে 

খঞ্জনা যেন তার,পায়ের ছাপ ভুলে যায় 
পথহারা চাতক চাতকি যেন, তৃঞ্চা হারায় 
কবিতার আপদমস্তক হতে,আদ্যক্ষর মুছে যায় 
পথহারা অভিমান, ভালোবাসা যেন ভুলে যায় 
মৌনতাকে পুঁজি করে, শুধু আকাশ বেঁচে থাকুক 

১৪২৩/২২,জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
০ Likes ০ Comments ০ Share ৩৩৬ Views