Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফায়েজ মাহ্‌দী

১০ বছর আগে

মেয়েটা খুব সুন্দর, অনেক বেশি সুন্দর !

মেয়েটা খুব সুন্দর, অনেক বেশি সুন্দর। কি সুন্দর করে হিজাব পরেছে, আবার জিন্সও পরেছে, হাতে চুড়িও আছে সেই সাথে আরেকজনের হাত। মেয়েটা আসলেই অনেক বেশি সুন্দর। কিন্তু যার হাতটা ধরে আছে সেই ছেলেটা ভালো না। আসলে ছেলে না, ধামরা ব্যাটা একটা। মেয়েটার হাইট পাঁচ ফিট তিন হবে। আর ছেলেটার হবে অলমোস্ট ছয়। কিছুতেই দুজনকে মানাচ্ছে না। কোনভাবেই না। অন্যদিকে ছেলেটার চুল মেয়েটার চেয়েও বড়। 

মেয়েটাকে ছেলেটা ধপাস করে একটা থাপ্পড় দিয়ে বসলো। তবুও মেয়েটা ছেলেটার হাত ধরে আছে। কাঁদছে আর বলছে, তুমি আমাকে একদম শেষ করে দিছ শাকিল। আমার আর কিছুই নেই নিজের। এরচেয়ে একটা রাস্তার মেয়েরও অনেক দাম আছে।
চুপ কর, থাকলে থাক না হলে ভাগ, কে বলছে তোকে থাকতে ! থার্ড ক্লাস মেয়ে একটা, মেয়েটাকে সজোরে একটা ধাক্কা দিয়ে ছেলেটা বল্লো।

আমি সাইন্সল্যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি একের পর এক ক্লাইম্যাক্স।
মেয়েটা রিকশায় করে চলে যাচ্ছে। ছেলেটা তৃপ্তির হাসি নিয়ে কাকে যেন ফোন দিলো।

একজনকে দেখা যাচ্ছে, সে এসে পথেই ছেলেটাকে জড়িয়ে ধরলো। আরেকজন মেয়ে। রূপে-গুনে প্রথমজনের ধারে কাছেও নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েটা বলছে, সেঁওতিকে তাড়ায় দিছ? ছেলেটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জানলাম সেই মেয়েটার নাম সেঁওতি।
তারা দু'জন হেটে যেতে থাকলো নিউমার্কেটের দিকে। আমি সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম।
সেঁওতি অর্থ গোলাপ ফুল। মেয়েটা সত্যি তাই। আর দ্বিতীয় জন, মেয়ে না, মেয়েরূপী ডাইনী। দুজনেই নারী, অথচ নারীতে নারীতে কত তফাৎ।

আসলে আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি, অনেক বেশি প্রেম, সেই চোখের চিকচিকে জল আমার বুকে কাঁটা হয়ে বিঁধেছে। যা সে কখনো জানবে না। সে আমি খুব মানাতো। আমি পাঁচ ফিট ছয়, সে পাঁচ ফিট তিন। একদম মানিকজোর।
ধুর ! কী সব ভাবছি আমি। আহারে মেয়েটা। কী সুন্দর, কী মায়াময় !!! 
মানুষও এত সুন্দর হয় ! আর ছেলেরাও এত খারাপ হয় !! লজ্জা !!! 
আলোকে দূরে ঠেলে আঁধারকে করেছো আপন, লজ্জা তোমার হে যুবক, হে বিকৃত যুবক।

মেয়ে তুমি জানো না
তুমি যার জন্য পাগল সে তোমার না।
আর যে তোমার জন্য পাগল
তাকে তুমি চেনো না, কোনদিন চিনবেও না।
 

০ Likes ৬ Comments ০ Share ১৩৫৭ Views

Comments (6)

  • - মামুন ম. আজিজ

    দারুণ লিখেছন চারুভাই।

    • - চারু মান্নান

      ধন্যবাদ ভাই,,,

    - মাসুম বাদল

    খুব খুব ভাললাগা, মান্নান ভাই!!!

    • - চারু মান্নান

      ধন্যবাদ কবি ভাই,আমার ভালোবাসা যেন,,,,,,,

    - ইঞ্জিঃ আহম্মেদ রফিক

    ভালো লাগলো কাব্যিক ভাবনাটুকুন ।

    • - চারু মান্নান

      ধন্যবাদ কবি ভাই,

    Load more comments...