Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহ আজিজ

১০ বছর আগে

মেনন কেবলা হুজুর ও মাওলানা সাইদি

আজ একটি অদ্ভুত দৃশ্যে নির্বাক হইয়া চাহিয়া রহিলাম । ইহা অনাকাংখিত নহে তবে তাহা দেখিলে ওই মস্ত বাক্য মনে পড়িয়া যায় , তাহা হইল ধর্মের কল বাতাসে নড়ে । ইতিপূর্বে অনেকেই ইহা নাড়াইয়াছেন তবে আজ কম্যুনিস্ট রাশেদ খান মেননের মাথায় টুপি ও মুখে নবীর বয়ান শুনিয়া বেশ তাজ্জব বোধ করিলাম । কাজি জাফর যখন টুপি মাথায় পটিয়ার পীরের পদতলে বসিয়া ছিল ইহার পূর্বেই আমি জানিতাম কম্যুনিস্টদের কেবলা তিনটি ১ পিকিং ২ মস্কো ৩ মক্কা । মেজর জলিল বহু লোককে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পতাকাতলে আশ্রয় দিয়া নিজে টুপি লাগাইয়া ইসলামের সেবায় নামিয়া গেলেন । তিনি মুক্তিযুদ্ধের কয়েক বছর পর তাহার পুণ্যভূমি পাকিস্তানেই এন্তেকাল করেন । কম্যুনিস্ট এবং মুসলিমদের মধ্যে একটি বিষয়ে ফারাক আছে তাহা হইল আল্লাহর প্রতি বিশ্বাস । এ ছাড়া তাহাদের ধ্যান ধারনায় কোন তফাৎ নাই । আজাবধি কোন মুসলিম দলভুক্তকে কেবলা পরিবর্তন করিতে দেখি নাই । মেনন হুজুর কেবলা বেশ ভালই ওয়াজ নসিহত করিলেন কিন্তু তাহাকে সাইদির দরাজ কণ্ঠের কাছাকাছি পহুছিতে হইবে । খুব শীঘ্রই সাইদির ফাঁসী হইয়া যাইবে তখন মাঠ খালি থাকিবে এবং মেনন কেবলা হুজুর বিলম্ব না করিয়া ওয়াজ মেহফিলে দেশ মাতাইবেন । শাহজাহানপুরের নারীদের সান্ত্বনা দিয়া বলিতে হইবে এক সাইদি লোকান্তরে লক্ষ মেনন ঘরে ঘরে ।

১ Likes ২১ Comments ০ Share ৬৩৫ Views

Comments (21)

  • - কামাল উদ্দিন

    - ঘাস ফুল

    যুগে যুগে বিজ্ঞানের আরও কত খেল না জানি দেখতে হয়। পৃথিবীর আলো দেখার অপেক্ষায় থাকা শিশুটির জন্য অনেক শুভ কামনা রইলো। ম্যাককিনন দম্পতি কে অভিনন্দন আর নানি নাভারোনকে শুভেচ্ছা। 

    - নীল সাধু

    কি কান্ড!
    যাক তবু সফল হোক নতুন জীবনের এই কর্ম!

    ধন্যবাদ শাহ আজিজ ভাই  

    Load more comments...