Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেহেদী হাসান

৯ বছর আগে

মেড ইন বাংলাদেশ

বিভিন্ন ঝামেলার কারণে দুপুরের লাল চা চক্র কিছুটা ঝিমিয়ে পড়েছিল এই ক'দিন। অফিসে এসেই আমাদের সারাক্ষণ অস্থির ও সতর্ক থাকতে হয়, কখন ফ্যাক্টরী ছুটি দিয়ে বের হতে হয়এই দুদিন যে কোনো কারণেই হোক অফিস চলেছে-গন্ডগোল  ছাড়াই

আজ হারুন সাহেবের সাথে চা-চক্রে বসে আছিএমন সময় আমার কাছে একটা অভিযোগ পত্র নিয়ে আসা হয়সাইন করে ফরোয়ার্ড করার জন্যআমি পিওন ছেলেটাকে বিদায় করে দেবার পরেই হারূন সাহেবকে বললাম-

: কিছু লেবেল হারিয়ে ফেলেছে  শিপমেন্টের একদিন বাকীএখন খুজে পাচ্ছে না

: কি লেবেল? এলসির না লোকাল?

: লোকালMade in Bangladesh লেবেলটেক্সম্যান এর জন্য

তবে 'মেড ইন বাংলাদেশ' শব্দটা আমার মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকেএক্সেসরিজ থেকে শব্দটা কেন জানি মানুষের দিকে ডাইভার্ট হয়ে যায়এরপরে মানুষ থেকে দেশ- দেশ থেকে রাজনীতি

আমাদের দেশে রাজনীতির যে সমীকরণ তাতে যে কেউ হতবাক হয়ে যাবেএক শিবিরে ১৪ দল তো অন্য শিবিরে ১৮ দলএকুনে মোট ৩২ দলআর বাংলাদেশ সুবিধাবাদী দল (বাসুদ)এই সর্বমোট ৩৩ দল

নামে মাত্র এতো দল- কিন্তু দল আসলে দু'টিযাদেরকে কেন্দ্র করে এই বাকী দলগুলি পাক খাচ্ছে

এখন জাতীসত্তাকে নিয়ে এদের ভিতরে আবার বিভেদসেগুলো জানে নেয়া যাক-

১. Made in Bangladesh

    ক. বাংগালী জাতীয়তাবাদ

    খ. বাংলাদেশী জাতীয়তাবাদ (এটাই বর্তমানে স্বীকৃত)

২. Made in Pakisthan

৩. Made in India

চরম ডানপহ্নীরা হল মেড ইন পাকিস্থানএখনো অনেককে আফসোস করতে শোনা যায়, পাকিস্থান আমলে এই ছিল, ঐ ছিলআবার একদল আছে, যারা ইন্ডিয়া ছাড়া কিছু বোঝে নাবন্ধু রাস্ট্র বন্ধু রাস্ট্র বলে মুখের ফেনা তুলে ফেলছেকিন্তু একজন বন্ধুর কি কি করনীয়- এক বন্ধু অপর বন্ধুর কাছ থেকে কেবলি নেবার তালে থাকে, এসব ব্যাপারে এই ইন্ডিয়া পহ্নীদের কোনো বিকার নাই

আমার খুবই খারাপ লাগে যখন দেখি মুক্তিযুদ্ধের মত একটি "একত্রিতো হবার বিষয়' নিয়ে ও দেশীয় নস্ট রাজনীতির ছোবলে এখন মুক্তিযোদ্ধারাও বিভক্তএকদল বাঙালি জাতীয়তাবাদের বানারে, অপর দল বাংলাদেশী জাতীয়তাবাদের ব্যানারে

ব্যক্তিসার্থ কতটা নিম্ন পর্যায়ের হলে একদল মুক্তিযোদ্ধা কিভাবে একদল স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আতাত করতে পারে?

আমি সাধারণত এই বিভেদ নিয়ে লিখতে চাই নাতবে আমার এই লেখায় কেউ আঘাত পাক তা ও চাই নাসবাই আমরা বন্ধু... একজন বন্ধু হয়ে অন্য বন্ধুর মনে কস্ট লাগুক এটা ও চাই না

কিন্তু এই দেশে বসে আমাদের উদারতার সুজোগকে কেউ দুর্বলতা ভেবে ধ্বংসের খেলায় মেতে উঠুক, সেটাও চাই না

কঠিন ভাবে প্রতিরোধ করব

সময় এলে...

আমরা প্রজন্ম '৭১!

০ Likes ০ Comments ০ Share ৫২৭ Views