Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেহেদী হাসান

৯ বছর আগে লিখেছেন

মেড ইন বাংলাদেশ

বিভিন্ন ঝামেলার কারণে দুপুরের লাল চা চক্র কিছুটা ঝিমিয়ে পড়েছিল এই ক'দিন। অফিসে এসেই আমাদের সারাক্ষণ অস্থির ও সতর্ক থাকতে হয়, কখন ফ্যাক্টরী ছুটি দিয়ে বের হতে হয়। এই দুদিন যে কোনো কারণেই হোক অফিস চলেছে-গন্ডগোল  ছাড়াই।
আজ হারুন সাহেবের সাথে চা-চক্রে বসে আছি। এমন সময় আমার কাছে একটা অভিযোগ পত্র নিয়ে আসা হয়। সাইন করে ফরোয়ার্ড করার জন্য। আমি পিওন ছেলেটাকে বিদায় করে দেবার পরেই হারূন সাহেবকে বললাম-
: কিছু লেবেল হারিয়ে ফেলেছে।  শিপমেন্টের একদিন বাকী। এখন খুজে পাচ্ছে না।
: কি লেবেল? এলসির না লোকাল?
: লোকাল। Made in Bangladesh লেবেল। টেক্সম্যান এর জন্য।
তবে 'মেড ইন বাংলাদেশ' শব্দটা আমার মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে। এক্সেসরিজ থেকে শব্দটা কেন জানি মানুষের দিকে ডাইভার্ট হয়ে যায়। এরপরে মানুষ থেকে দেশ- দেশ থেকে রাজনীতি।
আমাদের দেশে রাজনীতির যে সমীকরণ তাতে যে কেউ হতবাক হয়ে যাবে। এক শিবিরে ১৪ দল তো অন্য শিবিরে ১৮ দল। একুনে মোট ৩২ দল। আর বাংলাদেশ সুবিধাবাদী দল (বাসুদ)। এই সর্বমোট ৩৩ দল।
নামে মাত্র এতো দল- কিন্তু দল আসলে দু'টি। যাদেরকে কেন্দ্র করে এই বাকী দলগুলি পাক খাচ্ছে।
এখন জাতীসত্তাকে নিয়ে এদের ভিতরে আবার বিভেদ। সেগুলো জানে নেয়া যাক-
১. Made in Bangladesh
    ক. বাংগালী জাতীয়তাবাদ
    খ. বাংলাদেশী জাতীয়তাবাদ (এটাই বর্তমানে স্বীকৃত)
২. Made in Pakisthan
৩. Made in India
চরম ডানপহ্নীরা হল মেড ইন পাকিস্থান। এখনো অনেককে আফসোস করতে শোনা যায়, পাকিস্থান আমলে এই ছিল, ঐ ছিল। আবার একদল আছে, যারা ইন্ডিয়া ছাড়া কিছু বোঝে না। বন্ধু রাস্ট্র বন্ধু রাস্ট্র বলে মুখের ফেনা তুলে ফেলছে।... continue reading
Likes Comments
০ Shares

মেহেদী হাসান

৯ বছর আগে লিখেছেন

ভালো থেকো

ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।
ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    কোন কোন অভিনন্দন দাদা আর

    বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছাemoticons