Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘ আবির

৯ বছর আগে

মেঘ ঝরা বৃষ্টি বন্ধু তোমার জন্য.........

তারপর ওর হাত ধরে হাটতে হাটতে একটা গলির ভিতর ডুুকব ঠিক ঐ মুহূর্তে পিছন থেকে ওর নাম ধরে একজন ডাক দিল ৷ আমি ভাবলাম ওর কোন বান্ধবী ৷ কিন্তু পিছনে ফিরে দেখি স্বয়ং রাগীদেবী মানে শ্বাসুরি হাজির ৷ তারপর মেয়ের দিকে একটা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল আজ বাসায় চল ৷ কিন্তু আমি যে ওখানে আছি সে বিষয়ে কর্নপাত পযর্ন্ত করল না ৷ আমার খুব খারাপ লাগতেছিল ৷ কিন্তু আমার করার কিছু ছিল না নিরুপায় ৷ আমি যদি চাকরি করতাম বা কোন আয়ের উৎস থাকত আমি ওকে তখনই ওর মায়ের হাত থেকে নিয়ে নিতাম ৷ পরে বাসায় ফেরার পর শুনলাম বিভৎস ঘটনা ৷ ইশারায় শুনলাম ওকে অনেক মেরেছে ৷পর পর দুই তিন দিন খেতে দিল না ৷ যাতে খাবার চুরি না করতে পারে তার জন্য সব জায়গায় তালা দিল ৷ পরে আমি এটা শুনে স্থির থাকতে পারলাম না ৷ তারপর আমি আমার মার বানানো পিঠা যা বাসা থেকে এনেছিলাম সেগুলি নিচ থেকে ওর বারান্দায় ছুড়ে মারতে থাকলাম ৷আর ও সেগুলো সংগ্রহ করে নিতে লাগলো ৷পরে শুনলাম ওগুলো খেয়েছে ৷ দুই দিন পর আবার স্কুল এ যাওয়া শুরু হলো ৷ তবে এবার পুরা ওর মা গার্ড দিয়া নিয়া যায় নিয়া আসে ৷ কয়দিন পর বাসা পরিবর্তন করলাম ৷ ধানমনডি পনের নাম্বার থেকে কাঠালবাগান চলে আসলাম ৷ টুকিটাকি দেখা সাক্ষাতও কমে গেলো ৷ মাসে একবার -দুইবার দেখা হতো ৷ তবে মাঝে মাঝে ফোনেও কথা হতো ৷ এভাবেই ৮ম শ্রেনীর প্রেম শেষ হলো ৷ কয়দিন পর শুনলাম ও সকুল পরিবর্তন করবে ৷ আমি ওকে বলেছিলাম যতো কষ্ট হোক কাকলি স্কুল যেন পরিবর্ন যেন না করে ৷ কারন আমি জানতাম ও স্কুল পরিবর্তন করলে সম্পর্ক আগের মত থাকবে না ৷ ৮ম শ্রেনিতে golden A+ পেলো , নূর মোহাম্মদ স্কুলে ভর্তি হলো ৷ কয়দিন পর দেখি সতি্য ই পরিবর্ন হয়ে গেলো ৷ কাকলিতে থাকতে সবই জানতে পারতাম কোথায় যায় কি করে ৷ কিন্তু এখানে সে সুযোগ নেই  ৷ দিন যতো যেতে থাকলো আমার সাথে খারাপ ব্যবহারটা বাড়তে থাকলো ৷ চরমভাবে hurt করতে থাকলো ৷ তখন মনে পরলো লোকে যা বলে ঠিক রাইফেলস এর ভিতর যতো মেয়ে পরে প্রতে্যকের কমপক্ষে দুইটা boyfriend ৷ একটা ভিতরে একটা বাইরে ৷এভাবে চলতে চলতে ওর আশা ছেড়ে দেই ৷ তবে কোনকিছু করার আগে শেষ একটা সুযোগ দেই ৷ ওকে ধানমনডি লেইক এ নিয়ে ask করলাম তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও কি না ? ও তখন কেদেঁ ফেলে আর বলে ও চেয়েছিল যে ওর সাথে আমার relation breakup হোক ৷ কিন্তু এখন বুঝতে পারছে ও আমাকে ছাড়া থাকতে পারবে নাহ ৷ যাইহোক সব ঠিক হয়ে গেলো ৷ কিন্তু আমি ওর চেহার ভিতর একটা cheat এর আভা দেখতে পাচ্ছিলাম ৷ সেটা তেমন একটা গুরুত্ব দেইনি ৷ কারন মেয়েটাকে আমি অন্ধের মত ভালবাসি ৷ কিন্তু সন্দেহ প্রবন মন একটু নিশ্চয়তা চায় ৷ এরপর পহেলা বৈশাখ থেকে ওর সাথে আরো গভীর সম্পর্ক  হয়ে গেলো ৷ মেয়েটাকে প্রতি সেকেন্ডে মনে পড়তে থাকলো ৷ আর মেয়েটা সেই আগের মত ৷মনে হয় প্রেম আমি একাই করতেছি ৷ তার মনে  হলে একটু sms না হলে একটু ফোন দেয় ৷ তারপর আমি হঠাৎ একদিন.........

১ Likes ২ Comments ০ Share ৫৯৬ Views

Comments (2)

  • - মোঃসরোয়ার জাহান

    besh laglo

    - লুৎফুর রহমান পাশা

    উপাধি দেওয়া যেতে পারে তবে কাউকে কটাক্ষ করার উদ্দেশ্যে হলে তা অবশ্যই আপত্তি জনক।