Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘ আবির

১০ বছর আগে

মেঘ ঝরা বৃষ্টি বন্ধু তোমার জন্য.........

 ফোনে প্রথম কথাই হলো সে যা চায় তা কখনো পায় না ৷ যেমন আগে চাইত পলাশকে ৷ পলাশ হয়তো খারাপ নয়তো পরিবারের কারনে তাকে আর পাওয়া হয়নি ৷ আমাকেও যে পাবে না সেটা বুঝাচছে ৷ আমার মনে বার বার প্রশ্ন হচ্ছিল আমার পর হয়তো এরকম আরেকজনকে চাবে ৷ কারন এই মেয়ের বয়স কত শুধুমাএ ১৩ বছর ৷ক্লাস ৫ এ থাকতে যখন দাত ওঠেনি তখন থেকে প্রেম শুরু ৷ হায় আমি কোন জমানায় আসলাম ৷ তবে এটা সহজভাবে নিয়েছি ৷ কারন আমিও আগে একটা মেয়কে পছন্দ করতাম ৷ তবে কোনদিন প্রেম করা হয়ে ওঠেনি ৷ ও আমার খুব ভাল বন্ধু ছিলাম দুইজন ৷ ও প্রেম করত আর আমি বসে বসে পাহারা দিতাম ৷ তবে ও আমাকে ঘুষ দিত ৷ আমার জন্য ওর ব্যাগে সবসময় চকলেট থাকতো ৷ খুব মিষ্টি ছিল দেখতে ৷ এমন সন্দর মেয়ে জীবনে ২য় টি দেখিনি ৷৷ কিন্তু আমরা খুব ভালো বন্ধু ছিলাম ৷ জীবনের প্রথম আন্ডারওয়ার পরা ওর জন্য ৷ হাটলে নাকি আমাকে বাজে দেখায় তাই ও আমাকে ওয়ানিং দিয়েছিল ৷ ও জানত যে ওকে আমি পছন্দ করি ৷ ৩ বসরের বন্ধুত্ব থেকে  ও আমাকে অন্ন চোখে দেখা শুরু করেছিল বুঝতে পরিনি ৷ ক্লাস নাইন থেকে যখন ১০ম শ্রেনিতে তখনই ঘটলো বিপওি ,আমারই ক্লাসের আরেক মেয়ে লাগল ৷ প্রথম বন্ধু হলো তারপর এমন কোন পারসোনাল কথা নেই যা আমাকে বলতো নাহ ৷ এভাবে চলতে চলতে একদিন কি এক কথায় হঠাৎ ই বলে ফেললাম রিংঙ্কি তোর থেকে নিপা অনেক ভালো ৷ এই শুরুুু ,ঐদিন পুরা ৮টা ক্লাস কাঁদছে ৷ খুব খারাপ লেগেছিল কিন্তু ওর পর থেকে ও আমার সাথে আর কথা বলেনি ৷ অনেকদিন কেটেগেল কলেজে ওঠলাম ফোন কিনলাম ৷ সুন্দর এক হাওয়া বহমান বিকালে আমি আর জাহিদ ঘুরতে বের হয়েছিলাম ৷ কিছুদুর যেতে না যেতেই একটা অচেনা নাম্বার থেকে কল ..... হ্যালো [অচিন] I love you [অপরিচিতা]...হ্যালো [অচিন] I love you [অপরিচিতা]......হ্যালো [অচিন] I love you [অপরিচিতা]......হ্যালো [অচিন] I love you [অপরিচিতা]......হুম বুঝলাম তো  আপনি কে ??[অচিন]......I love you [অপরিচিতা]...... আপনি কে বলবেন তো দয়া করে.[অচিন].......I love you [অপরিচিতা].এভাবে ছয়বার I love you বলার পর পরিচয়টা দিল,ওরে বোকাচোদা আমি রিংঙ্কি ৷ একদিন বলে দোস্ত আমায় তোর সাইকেলে একটু ঘুরাবি ৷পরে অবশ্য একদিন সাইকেলে ঘুরেছি ওকে নিয়া ৷এটাই শেষ সাক্ষাত ৷জীবনের প্রথম উপহার পেয়েছি ওর কাছ থেকে একটা সুন্দর কলম ৷ জীবনের প্রথম বাজি জিতেছি ওর কাছ থেকে ৷ মা বাদে ঐই প্রথম খাইয়ে দিয়ছে ৷ বন্ধু তুই খুব ভালো ছিলি ৷ তোকে খুব মিস করি আজো ৷ এরপর বন্ধুদের পাল্লায় পড়ে ওর সাথে আমার বন্ধুতে্বর অবসান ৷ এরপর কিছু বিষাদময় সময় , খুব কিছু হারিয়ে যাওয়া, আওমীলীগ এর নষ্ট রাজনীতি করা  এবং কবিতা লেখা ৷এভাবেই কলেজটা পার হয়ে গেল ৷ আমি বিশ্বাস করতাম যে যেরকম তার সাথে জুটবেও সেরকম ৷ এইজন্য আমার ক্ষেএেও সেটা ঘটলো ৷ ৷একদিন ও আমাকে ওর স্কুলে যেতে বললো ৷ ওর বান্ধবীর কাছে নাকি ইন্টারভিও দেওয়া লাগবে ৷ অগত্যা কি আর করা পরেরদিন নোবেলকে নিয়ে ওর স্কুল এ গেলাম ৷ ও আর ওর বান্ধবী আসলো ৷ওর বান্ধবীর প্রথম প্রশ্নই হলো......................continue....

 

০ Likes ০ Comments ০ Share ৮১৫ Views

Comments (0)

  • - লুৎফুর রহমান পাশা

    বেশ গুরুত্বপুর্ন একটা বিষয় নিয়া আলোচনা করেছেন। সবারই এই ব্যপারে সচেতন হওয়া খুবই জরুরী।