Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘ আবির

১০ বছর আগে

মেঘ ঝরা বৃষ্টি বন্ধু তোমার জন্য.........

যইহোক শত বাধা পেরিয়েও একটা ছোট ভাই নাম নোবেল ওর সাহাযে্য প্রথম দুই তিনবার নামবার কাগজে লিখে ওদের বারান্দায় ছুরে দেই ৷তবে ও পেয়েছিল কি না জানতাম না ৷ এভাবে অপেক্ষা করতে করতে হঠাৎ একদিন দেখলাম মেয়েটি আমাকে কিছু বলতে চাইছে ৷ সে আমাকে তার বাসার নিচে যেতে বলল ৷ আমি নিচে গেলে মেয়েটি আমাকে একটা চিঠি ছুরে দিল ৷ তাতে যা লেখা ছিল তাতে ভীষন কষ্ট পেলাম ৷““আমার তো বয়ফ্রেন্ড থাকতেও পারে ৷ আপনি কিভাবে এতোটা শিওর””মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল কারন মেয়ে তখন সপ্তম শ্রেনীতে পড়ে ৷ এখনই এই অবস্থা ঢাকায় থাকা মেয়েদের ৷ পরে যে কি হবে??কিন্তু ওর নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে আমি তার কথাগলো বিশ্বাস করতে পারলাম না ৷ আমার ভীষন কান্না পেয়েছিল ৷ তারপরও তাকে ভালোবেসে ফেললাম ৷আর ভালবাস তো এমন না যে এক পা সামনে তো দু-পা পিছানো ৷ ভালোবাসা সারাজীবনের জন্য ৷ ৷ এজন্য আমি নাছোড়বান্দা হয়ে গেলাম ৷ একদিন ইশারায় তাকে বারান্দায় আসতে বললাম এবং একটা চিঠিতে ফোন নাম্বারসহ মনের কথা ব্যক্ত করে ওদের দোতলার বারান্দায় ছুরে দিলাম ৷ এরপর অনেকদিন কেটেগেল কোন খোজখবর নাই , বারান্দায়ও আসে না ৷ ভাবলাম আশা শেষ ৷ কিছুদিন পর হটাৎ একটা অচেনা নামবার থেকে মিসকল ৷ যদিও নাম্বারটা চিনিনা তারপরও মন বলছিল এটা ওর নাম্বার ৷ কল ব্যাক করে দেখি হ্যা সেই মেয়েটিই ৷ ফোনে প্রথম কথাই হলো সে....................continue

১ Likes ৪ Comments ০ Share ৬০৮ Views

Comments (4)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    অনবদ্য

    • - মোঃসরোয়ার জাহান

      thank u so much bhai!

    - আলমগীর সরকার লিটন

    সরোয়ার দা

    সত্যি অসাধারন লাগল

    • - মোঃসরোয়ার জাহান

      thank u so much dada ...!