Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

robin iqram

৬ বছর আগে

মৃত্যুর স্বাদ

এক স্পর্শকাতর রেখার উপর দাড়িয়ে

বহুদিন আমি জানালায় বসা কাককে ঘুঘু ভেবে ভূল করেছি,

অচেনা ফাদের ইচ্ছায় রক্তাত্ব করেছি হৃদপৃন্ড।

চাতকের মত সময় গুনতে গুনতে

তবুও আমি বাচতে চেয়েছি বার বার এ মৃত উপত্যকার

অবহেলিত মানমন্দিরে,গৃহ ত্যাগী জোৎস্নার মত সরল কোন বেহিসাবে।

বৃষ্টির স্বাদ আমাকে বহুবার নোনতা করেছে নিজস্বতায়,

রোদ এসে পুড়িয়ে দিয়েছে মাংশাল গ্রীবার অস্তিন,

তবু আমি বাচতে চেয়েছি একান্ত নিজেস্বতায়।

কারণ সত্যটা আমি জানি,সত্যিই জানি

আমি জানি মৃত্যুর স্বাদ জীবণের মত ঘ্রাণ নির্ভর,

বরং না ফেরা হাহাকারের মতই প্রচন্ড একঘেয়ে।

১ Likes ০ Comments ০ Share ২৩২ Views