Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মান্না দের প্রথম মৃত্যু বার্ষিকীতে

প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যুঃ ২৪ অক্টোবর, ২০১৩ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পীদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অজস্র ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন। আজ তাঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে তারঁ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু জনপ্রিয় গান বন্ধুদের সাথে শেয়ার করলাম-

১.আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর-মান্না দে
২.আবার হবে তো দেখা
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর- –রতু মুখোপাধ্যায়
৩.আকাশ পানে চেয়ে চেয়ে
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর -–নচিকেতা ঘোষ
৪.আমার একদিকে শুধু তুমি
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর- প্রভাস দে
৫.আমার ভালোবাসার রাজপ্রাসাদে
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর -–নচিকেতা ঘোষ
৬.আমি কোন পথে যে চলি
কথা ও সুর-সুধীন দাশগুপ্ত
৭. আমি তার ঠিকানা রাখিনি
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর-মান্না দে
৮.আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ ছিলাম
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর-প্রভাস দে
৯.আমি সাগরের বেলা
কথা – -প্রণব রায়
সুর-মান্না দে
১০. এ কি অপূর্ব প্রেম দিলে
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর-মান্না দে

 
১১. এ নদী এমন নদী
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর-প্রভাস দে
১২.এই কূলে আমি আর ঐ কূলে তুমি
কথা-বঙ্কিম ঘোষ
সুর- মান্না দে
১৩. ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
কথা- শ্যামল গুপ্ত
সুর-মান্না দে
১৪. ও কেন এত সুন্দরী হলো
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর-মান্না দে
১৫. ওই মহা সিন্ধুর ওপার থেকে
কথা ও সুর –দ্বিজেন্দ্রলাল রায়।
১৬. ক, ফোটা চোখের জল ফেলেছো
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর- নচিকেতা ঘোষ
১৭.কী দেখলে তুমি আমাতে
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর-প্রভাস দে
১৮. কে তুমি তন্দ্রাহরণী
কথা-পুলক বন্দ্যোপাধ্যায়
সুর-প্রভাস দে
১৯.কতদিন দেখি নি তোমায়
কথা- প্রণব রায়
সুর-কমল দাশগুপ্ত
২০.কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
কথা-গৌরি প্রসন্ন মজুমদার
সুর- –সুপর্ণ কান্তি ঘোষ।

১ Likes ১ Comments ০ Share ৪১১ Views