Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Safiqul Islam Kohinoor

১০ বছর আগে

মানুষে আর মানুষে ©

মানুষেআরমানুষে©

কোহিনূর

সঙ্গীত

 

 

মানুষে আর মানুষে

ভাবছো জনে জনে

কেন এসেছো এই ভুবনে 

তিন পায়া মানুষ হয়েছে বেহুশ

হবে না হুশ তাদের মরণে।

 

ভেবেছো কি জীবনে

ছিলে কোন আসমানে

কেন এসেছো এই ভুবনে

না নিয়া খোঁজ খবর

এলে কেন জঙ্গলের ভিতর

কাটিবে তোমায় এখন কাল-নাগিনে।

 

নিজের ভিতর দেখো

কোথায় তুমি থাকো

আর কে আছে তোমার গহীনে

জলদি তালাশ করো

খুঁজে বাহির করো

পাইলে বসাও তারে তোমার হৃদ-আসনে।

 

কোহিনুর এক অন্ধ

হয়েছে চোখ বন্ধ

দেখিনা আমি আমার নয়নে

ভবা তুমি কোথায়

নিয়ে যাও সেথায়

যেথায় থাকো তুমি ভজনে।

মানুষে মানুষে জীবনে জীবনে

কি পেয়েছে তারা দুইজনে।

 

২৮ সেপ্টেম্বর’১১ বুধবার ৪:০৩

 

০ Likes ৫ Comments ০ Share ৪৬৬ Views

Comments (5)

  • - প্রলয় সাহা

    দাদাভাই এই জয়টা কী শুধু একদিনের-ই ।

    তা নয় কি ?

     

    • - প্রলয় সাহা

      মানবতা ও প্রত্যাশা দুটোই বিলুপ্তির পথে । ভুল বলে থাকলে ক্ষমা প্রার্থী । আপনার সামনে নতজানু হয়ে বসে থাকতেও রাজি দাদাভাই । 

    - কেতন শেখ

    জয় হোক আমার প্রত্যাশা। প্রত্যাশা একদিনের বা এক জীবনের না। আমি না থাকলেও আমার এই প্রত্যাশা থাকবে। পড়ার জন্য অনেক ধন্যবাদ। জয় হোক।

    - প্রহেলিকা

    কত সরলভাবে আপনি বলে গেলেন কাব্যিক কথামালা। ভালো লাগা রেখে গেলাম। নববর্ষের শুভেচ্ছা জানবেন।

    • - মুন জারিন আলম

      জরা ব্যাধি পীড়া ক্লেশ

      চৈত্রেই হোক শেষ

      ব্যসন আর অশিবের ক্ষয় হোক,

      চমৎকার বৈশাখের মেসেজ কেতন দা।বেশ লাগল কবিতার লাইনগুলি।ধন্যবাদ আপনাকে।এইভাবে লিখতে থাকুন সবসময়।ভাল থাকুন সবসময়।নুতুন বছরের শুভেচ্ছা রইল।

    • Load more relies...
    Load more comments...