Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মহাননেতা শেখ মুজিব

মহাননেতা শেখ মুজিব  
-মালেক জোমাদ্দার

মুজিব মানে নির্ভীক নেতা
গর্জে উঠা  ঊনসত্তর,
পরম শ্রদ্ধেয় জাতির পিতা
বিজয় গাঁথা একাত্তর ।
মুজিব মানে গনজাগরণ
কূট-কৌশলী সুচতুর,  
চাঁদের আলো রবির কিরণ
ভালোবাসার সমুদ্দুর।
মুজিব মানে বীরের প্রতীক
সাহস শক্তির জলাধার,   
মহান নেতা আলোর পথিক   
নীড়ে আলো দূর আঁধার ।  
মুজিব মানে স্বপ্নের সাগর
স্বপ্ন লালন হৃদয় কোণ  
বজ্রকণ্ঠ সবার অন্তর  
রক্ত রঞ্জিত সবুজ বন।
মুজিব মানে বাংলা ভাষা
সবার প্রিয় বাংলাদেশ   
পূর্ণ হল মায়ের আশা
স্বাধীন প্রিয় বাংলাদেশ ।

নষ্টরা পথভ্রষ্ট আঁধারে নিভালো বাতি
কান্ডারীহীন হতাশায় নিমজ্জিত জাতি
বঙ্গবন্ধু তুমি ছিলে, তুমি আছ
তুমি তো থাকবে চিরদিন,
ওরা পাষাণ ওরা বেঈমান
অস্বীকার করলো অবদান।
দুষ্টুরা সব হারমেনেছে কুচক্রান্ত গেছে বিফলে
তোমারই স্বপ্ন প্রদীপ শিখায় কুঞ্জে কুঞ্জে জ্বলে।
(শোক দিবসের প্রাক্কালে শ্রদ্ধা)
১ Likes ৩ Comments ০ Share ৬৪৫ Views