Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মন কথনিকা-(৪১-৪৫)

মন কথনিকা-৪১
ভ্যালেন্টাইন ডের উপহার দিলে তুমি আমায়
রঙধনু রঙ ছড়ালো লাল নীল হলুদ কালো জামায়
ভালবাসার এই দিনটি যে বারে বারে আসুক
উপহার পেতে মন আমার এলো বায়ে ভাসুক।
(15/02/2015)

মন কথনিকা-৪২
জানি নাগো মনে মনে কি যে আঁটছ ফন্দি
যাই করো না কেনো আছো তুমি নজর বন্দি
শুনো, তবে নরমের জম আমি শক্তের ভক্ত
তেড়িবেড়ি করলেই ঘাড় ভেঙ্গে খাবো রক্ত।
(25 December 2014 at 19:52)

মন কথনিকা-৪৩
প্রিয়, আজ যে বড় শুনতে ইচ্ছে তোমার গলায় আবৃত্তি
কবিতার প্রহর এই বেলা মনে জাগে শুনার প্রবৃত্তি
চোখ বন্ধ শুনব তোমার রচিত কবিতার কয়েক লাইন
শুনাতেই হবে আজ বলছি ওগো মানব যে কোন আইন।
(24 December 2014 at 20:21)

মন কথনিকা-৪৪
তোমার অনুভূতির দুয়ার হলো কেন বন্ধ
তোমার বাড়ির সব পথঘাটে ভরা খানাখন্দ 
আসতে গেলে হোঁছট খাই, বলো এ কেমন জ্বালা
দুয়ার ভেঙ্গে কেমনে দেই বলো তোমায় প্রেম মালা ।
(23 December 2014 at 19:48)

মন কথনিকা-৪৫
কোথায় আছো কেমন আছো প্রিয় জানতে বড় মন চায় 
না বলেই গেলে যদি খবর নেয়ার কি আর তোমার দায়
ভাবছি বসে উঁকি দিবে কখন মন জানালার পাশে
মন বাড়িয়ে আছি গো ভয় দিয়ো না অপেক্ষার ত্রাসে ।
(22 December 2014 at 20:47)

১ Likes ২ Comments ০ Share ৩৯৩ Views

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    অসাধারণ কাব্য

    শুভ কামনা দাদা

    • - Nikolai Chakma

      ধন্যবাদ। একটু পাগলামো করতে ইচ্ছে হলো। :)