Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Shahidul Islam Pramanik

১০ বছর আগে

ভোলা নামের চাকর


শহীদুল ইসলাম প্রামানিক

ভোলা নামের ছিল চাকর
ছিল আত্মভোলা
শরীরটা তার জীর্ণ শীর্ণ
মনটা ছিল খোলা।

হালের ক্ষেতে তাল ছাড়া সে
বেতাল থাকতো মইয়ে
মুড়ির চেয়ে ভীষণ খুশি
মোটা ধানের খইয়ে।

কি দিয়ে সে ভাত খেয়েছে
থাক তো না তার মনে
ডালের কথা বলতো শুধু
সকল লোকের সনে।

মাইনে কভু নিত না তো
এক জামাতেই খুশি
ডালের পানি চিবিয়ে খেত
ভাত খেত সে চুষি।

বৃস্টি দেখলে ঘুমিয়ে যেত
ঠান্ডায় নামতো জলে
শীতের রাতে উদোম থাকতো
গরমে কাথার তলে।

এমন মনের মানুষ ছিল
যায় না তারে ভোলা
শরীরটা তার যেমনই হোক
মনটা ছিল খোলা।

০ Likes ৩১ Comments ০ Share ৬৬৯ Views

Comments (31)

  • - ধ্রুব তারা

    ভাল কাজ করেছেন। আপনার ভাল হোক।

    • - ফাতিন আরফি

      ধন্যবাদ।

    - ঘাস ফুল

    আবোরশন মানে লিগ্যালি কাউকে খুন করা। এমন একটা খুন যেভাবেই হোক ঠেকাতে পেড়েছেন এটা অনেক কিছু। পরিবারটির মধ্যে বিশ্বাসের অভাব লক্ষণীয়। তাই তারা পরস্পরকে ভুল বুঝছে। আর ভুলের মধ্যেই জন্ম হল শিশুটির। শিশুটি বড় হয়ে যদি তার জন্মের কাহিনী জানতে পারে, তবে সে মা বাবাকে ঘৃণা করাই স্বাভাবিক। কিন্তু আমাদের এটা কাম্য নয়। আমরা চাই প্রতিটি শিশু জন্ম নিক ভালোবাসার স্পর্শে, যা তার জীবনকে সমৃদ্ধ করে তুলতে সাহায্য করবে। ভালো একটা প্রসঙ্গ তুলে ধরেছেন ফাতিন আরফি। ভালো লাগলো আপনার মহৎ উদ্যোগ। 

    • - ফাতিন আরফি

      ধন্যবাদ প্রিয়।

    - জাকিয়া জেসমিন যূথী

    কত কি হয় এই দুনিয়ায়। এক সময় তিন মাসে বাচ্চা আসার খবর পাওয়া যেত। অনেক দিন হয়ে গেছে, এখন মাস পেরুলেই জানা যায়। সেক্ষেত্রে ছয় মাসে বাচ্চা হওয়াটাও বিজ্ঞানের যুগ বলে কথা! 

    Load more comments...