Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভোরের শিরোনামে

ভোরের শিরোনামে এক সকাল বৃষ্টি
উড়িয়ে দিলাম আজ তোমার নামে অঝোরে
ধূসর আকাশে নিরন্ন স্বপ্নদের আনাগোনা খুব
তোমার ধ্রুপদী চোখে নামার অভিন্ন প্রত্যয়ে
চায়ের কাপে চুমুকে চুমুকে
এক অন্যরকম উষ্ণতার লুকোচুরি।

মেঘের শরীরে আজ কোন বিদ্যুৎ নেই
প্রেমের সুবাস সেও মেখে নিয়েছে গায়ে
এই সময়, এই প্রহর
বিষণ্ন অভিমানগুলো মুক্ত করবার তরে
বৃষ্টির কোমলতায় হৃদয়ে ফোটে প্রেমময় সুবাস
ভালবাসার সুনিবিড় জয়োগানে
এই মেঘ, এই প্রেম
থাকুক তোমার আমার দ্বৈত অধিকারে।

পাতাদের ভেজা বুকে খুশির আবিরে নাচানাচি
প্রিয়তম বৃষ্টির মিলন-সুখের আর্তনাদে
তোমার সম্মতি পেলে
আমিও উপভোগ করতে চাই
এই সকাল, এই বৃষ্টি
আলো-আঁধারির সুনসান অভিসারে
চপল হাওয়ার বিলাসিতা এক্ষণে বড্ড মানানসই
একটু মৃদুসুরে শিহরণ জাগানিয়া ঝড়ের গান শোনাতে।
০ Likes ০ Comments ০ Share ২১৮ Views