Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ভুলপথ"

কর্ম করার ধর্মটা আজ-

মানুষ গেছে ভুলে,

ক্ষমতার এক রশি ধরেই

উঠছে ফেঁপে ফুলে !

অঙ্গীকারের ভঙ্গ করার

স্বভাব গেছে পেয়ে,

শক্তি থাকার মর্মে সবই

পাচ্ছে শুধুই চেয়ে !

অন্ধ হয়ে গেছে যে সব

বিবেকে কি চোখে-

সত্য পথটা দেখছে না তাই

রঙ্গিন দিবালোকে !

ক’দিন রবে পেশীর শক্তি

এই মিছে অহংকার,

আজ না হয় কালকে ঠিকই

দিতেই হবে ছাড় !

ধর্ম কর্ম তাই করে নে

থাকতে ঠিক সময়,

মানব ধর্মে গড়লে জীবন

হবেই জীবন জয় ।

১ Likes ২ Comments ০ Share ৩৭৯ Views

Comments (2)

  • - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর হয়েছে

    • - মো: মালেক জোমাদ্দার

      ধন্যবাদ এই মেঘ এই রোদ্দুর (ছবি আপুকে)

    - টোকাই

    ভালো লাগলো ।

    • - মো: মালেক জোমাদ্দার

      ধন্যবাদ টোকাই ভাই কে। শুভেচ্ছা 

    • Load more relies...
    - ফেরদৌসি কেকা

    বেশ হয়েছে কবিতাটি।