Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভীষণ আশ্চর্য্য হলাম দেখে যে, নক্ষত্র ব্লগের সঞ্চালক একজন মানুষ!

হয়তো আমার মতো সকলেই আশ্চর্য্য হবেন না। তাদের প্রতি আমার কোন অশ্রদ্ধা নেই। কিন্তু কেউ কেউ আমার মতো আশ্চর্য্য হয়ে থাকবেন। আমি সত্যিই বিস্মিত। এখানে সঞ্চালক রীতিমতো সকলের সাথে ব্লগিং করছেন, এবং তার চেয়েও বড় কথা, মন্তব্যের উত্তর দিচ্ছেন। কিছু কিছু ব্লগে সঞ্চালককে কেবল নিজের ইচ্ছায় আঙ্গুল ঘোরাতে দেখা যায়। কারও অভিযোগ বা অভিমত এমন কি ব্লগ ধ্বংস হয়ে ব্লগারের খরা লাগলেও সঞ্চালককে কোন প্রতিক্রিয়া করতে দেখা যায় নি। তাতে মনে হয়েছে, সঞ্চালক একটি বস্তু অথবা বট অথবা অতিমানব হয়ে থাকবেন। সঞ্চালক যে আর যাই হোক আমাদের মতো মানুষ নন এরকম অনুভূতিতেই অভ্যস্ত হয়ে গেছি।

 

এবিষয়ে কারও দ্বিমত বা একমত বা বহুমত থাকলে দয়া করে শেয়ার করতে পারেন। 

 

সঞ্চালককে পরিচর্যাকারীর ভূমিকায় দেখে আমি রীতিমত মুগ্ধ।

বলা দরকার, শব্দনীড় ব্লগটিতে সঞ্চালককে এরকম ভূমিকায় পাওয়া যায়। 

 

মন্তব্য খরা, পোস্টের খরা, ইনটারএকশনের খরা ইত্যাদি খরাতে যখন প্রায় সকল বাংলা ব্লগকেই আক্রান্ত করছে, সেখানে নক্ষত্র তার আলো নিয়ে জ্বলতে থাকুক।

 

লেখাটি সহব্লগারদের মতামতের জন্য সাময়িকভাবে পোস্ট করা হলো।

১ Likes ৪০ Comments ০ Share ৫৪৯ Views

Comments (40)

  • - আলভিনা চৌধুরী

    দূরে আছো দূরে    -- আমার প্রিয়তম এক কবিতা ! শুভেচ্ছা প্রিয় কবির কয়েকটি অসাধারণ কবিতা শেয়ারের জন্য :)  

    • - সনাতন পাঠক

      পূর্নিমার গ্রীলে হাত রেখে কতোক্ষন দাঁড়িয়ে থাকবো ?
      আর কতোক্ষন ? কতোদিন এইভাবে পুড়বো তৃষ্ণায় ?

      বাঘ ডাকে রক্তের ভেতরে, আমি ফেটে যাই চৌচির ডালিম,
      কৃষ্ণচূড়া আমি ফুটে উঠি
      নিসঙ্গ দুঠোঁটে গাঢ় চুম্বনের তৃষ্ণা
      আর কতোদিন অপেক্ষার গ্রীলে হাত
      এইভাবে দাঁড়িয়ে থাকবো ?

       

      ধন্যবাদ।

    - লুৎফুর রহমান পাশা

    চ'লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
    চ'লে গেলে মনে হয় তুমি সমস্ত ভূবনে আছো।

     

    স্যলুট রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

    • - সনাতন পাঠক

      ধন্যবাদ।

    - নীল সাধু

    ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Load more comments...