Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভাষা

আমাদের বাংলা ভাষা তারতো গৌরবময় ইতিহাস। ইন্দোইউরোপিয়ান,মগধীপ্রাকিত,পালি,ধ্রুপদি সংস্কৃত কত কত ভাষার অপভ্রংশ যোগ যোগ হতে হতে আমাদের এই বাংলাভাষা। কত কত পন্ডিতের শত শত বছরের প্রচেষ্টার ফল আমাদের বাংলাভাষা। আর ৫২র ভাষা আন্দোলন??? পৃথিবীর আর কোন দেশে ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দেয়া হয়েছে এরকম নজির কি আছে??? হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা আমাদের এই ভাষারীতি দুদিনেই কিছু উদ্ভট দায়িত্ব জ্ঞানহীন মানুষ তার অজ্ঞতাহেতু ঐধত্য নিয়ে বিকৃত করে ফেলবে ব্যাপার টা কি এতই সহজ? ভাবতে অবাক লাগে আজকাল কিছু মডার্ন ছেলে মেয়েরা বাংলিস ভাষায় কথা বলে,জানিনা এর মাঝে কতটা আনন্দ পায়। যতটানা আনন্দিত হয় তার থেকে বেশি অপমান করে সে সকল শহীদদের যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। "রফিক,শফিক,বরকত,সালাম আমরা তোমাদের ভুলিনাই ভুলবনা। বাংলিস ভাষা রফিক শফিকের বাংলা থেকে পুরাপুরি নিপাত যা"
১ Likes ০ Comments ০ Share ৪৫৭ Views

Comments (0)

  • - Azimul Haque

    শ্রদ্ধেয় মাওলানা ভাসানী অতি বিজ্ঞ এক রাজনীতিকের নাম। আমি তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করি।