Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভালোবাসায় ছুটে যাওয়া বইমেলার প্রথম দিন!!! (আমার ছবি পোস্ট)

ব্যাগ থেকে প্রথম ক্যামেরা বের করলাম এই জায়গায় এসে। আমার প্রিয় কথাসাহিত্যিক এর জীবদ্দশায় একটা অটোগ্রাফ নেয়ার সুযোগ পাইনাই। আজকে আমার ছবি তোলা, এমনকি ওনার পাঠকদের উনি ঐ জানালায় বসে দেখছেন!!!

 

 

২০১৩ তে এখান থেকে আমাদের সংকাশ গল্প সংকলন বইটা বেরিয়েছিলো। তাই ভালোবাসা অনুভূত হলো।

 

সংকাশ সংকলন ২০১২ এর বইটা ভাষাচিত্র প্রকাশনীতে সাজাচ্ছে...

 

নৈঃশব্দের শব্দযাত্রা, আমার প্রিয় লেখক বন্ধুদের বইটা। ভাষাচিত্র প্রকাশনী।

 


স্টল সাজানো চলছে মাত্র। এইখানেই বেরুবে ১০০ ব্নগারের লেখা নিয়ে নক্ষত্র সংকলন বইটি। 

 

ফিরে যাওয়ার আগে, পুনরায় এলাম প্রিয় ঔপন্যাসিকের জানালার কাছে। 'অন্য' এর সাথে 'প্রকাশ' লাগানো হয়েছে কিনা দেখতে। 

চারবার চক্কর দিয়েছি। এবার ফিরে যাবো, বাংলা একাডেমীতে। দেখি-কেউ এলো কিনা। 

 

বাংলা একাডেমী বইমেলার প্রবেশ পথ এর উলটো দিকে, এই পথেই সোহরাওয়ার্দীর চত্বরে বইমেলার জন্য ঢুকবেন। আমি বেরুবার সময় ছবি তুলে নিলাম। বন্ধুদের চেনাতে পারবো বলে।

 

এটা তার গেট, এবারের অন্যপ্রকাশ এর স্টল দেখতে হলে এদিক দিয়ে ঢুকবেন। আমি এই পথ দিয়ে বেরিয়ে পুনরায় বাংলা একাডেমীর দিকে যাচ্ছি। 

 

বাংলা একাডামী বইমেলার প্রবেশ পথ...

 

 লিটল ম্যাগ চত্বর, এখানেই আমাদের বন্ধুদের আড্ডা হবে। 

 

লিটল ম্যাগ চত্বরের আরেক দিক।

 

 সং

 

আরও ছবি আসছে... 

 

[বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্টের কিছুটা অংশ গতকাল রাতে ফেসবুক এ প্রকাশিত, কেউ কেউ ওখানে দেখে থাকবেন। এখানে দিলাম ব্লগ বন্ধুদের সাথে আমার একান্ত কিছুটা সময় শেয়ার করার জন্য]

০ Likes ২৩ Comments ০ Share ৭৩৩ Views

Comments (23)

  • - মোঃসরোয়ার জাহান

    বেশ ভালো লাগলো

    • - আহমেদ রব্বানী

      ধন্যবাদ প্রিয়।ভাল থাকুন।

    - মুহাম্মাদ আরিফুর রহমান

    খুব সম্ভবত এই একই শিরোনাম এর লিখা আমি ব্লগ এ আরও পরেছি।

    • - আহমেদ রব্বানী

    - মুহাম্মাদ আরিফুর রহমান

    খুব সম্ভবত এই একই শিরোনাম এর লিখা আমি ব্লগ এ আরও পরেছি।

    • - আহমেদ রব্বানী

      ধন্যবাদ প্রিয়.........

    Load more comments...