Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সুমন সাহা

৯ বছর আগে

ভালোবাসা এ বুকে



যে কথা বুকেতে জমা আমার;
ওগো মুখে নাহি ধায়,
তোমারও স্রোতের ধার
আমার অবাকও অভিপ্রায়।

তোমারও আপন, চাওয়ারা আজো;
খুব যেন আপন আমার,
অশনি নিশীথে যদি-
অযতনে কাঁটা বিঁধে ও রাঙ্গা পায়;
আমি ব্যকুলও আখি লযে-
সজল হই, ব্যথার ধার বুঝি-
হৃদয়ে এসে বিঁধে, রুধিরও নির্গত হয়,
এমনি সখি ওগো ধায়; প্রেমেরও ফল্গুধারা;
তোমায় আমায়।

তোমারও বিজন কাঁধেতে ওগো আমার;
ভালোবাসার গোলাপ শোভায়
শোভিত রঞ্জিত মেঘচাপা ঢঙ্গে;
মনেতে রং ছড়ায়,
ওরে মনের ইক্ষু ঝরে বাসনায়
নশ্বর এ চক্ষু জ্বলিয়া পুড়িয়া যায়।

ও সখী;
এমনি ধারা তোমারও গোপন কামনায়
জড়ায়ে থাকিনু ওগো
উচ্ছসিত সুখ সীমায়,
অনাদি অনন্তকাল ধরিয়া;
অবাক ক্ষুধিত জোছনায়।

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।

৩ Likes ৭ Comments ০ Share ৪৭৫ Views

Comments (7)

  • - আলমগীর সরকার লিটন

    ঠিক বলেছেন পুতুন মানব

    মৃত্যু পুতুলের মতো স্বভাব

    আর পেট্রোল দিল ওয়ালা রা

    বোমা ফাটাবেই --

    অনেক অনেক আগাম মাতৃভাষার শুভেচ্ছা রইল

    ভাল থাকুন পুুতুল আর পেট্রোরের মতো

    • - টোকাই

      ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন ।

    - সুমন দে

    ঠিক বলেছেন । সমসাময়িক ব্যাপারগুলো সুন্দর করে তুলে ধরেছেন ।

    • - টোকাই

      ধন্যবাদ সুমন ভাই । শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।

    • Load more relies...
    - সুমন সাহা

    টোকাই, ভোটিং শুরু হয়েছে। ভোট দিয়ে গেলুম।

    শুভেচ্ছা রইলো। emoticons

    • - টোকাই

      আপনার আন্তরিকতায় আবারো মুগ্ধ হলাম সুমন ভাই । আপনার জন্যও শুভেচ্ছা । emoticons

    Load more comments...