Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ভালবাসি বাংলা"

আমি পথ চলেছি খুঁজতে আমার সোনার বাংলাদেশ,

আমি পথ চলেছি জড়াতে গায়, এ বাংলারই আবেশ ।

 

বাংলার বুকেই জন্ম আমার, বাংলাতেই বলি কথা,

বাংলার বুকেই পাই যে সবুজ, শ্যামল তরু-লতা ।

বাংলা আমার মুখের ভাষা, বাংলাই চাওয়া-পাওয়া,

ভালবাসি এই বাংলার জল, বাংলার শীতল হাওয়া ।

 

নেই তো রে হায় বাংলা তবু- আগের মতো দেশ,

তাই বাংলায় ঘুরে, এই বাংলায় খুঁজি সুখের সমাবেশ ।

 

বাংলায় আমি সব পেয়েছি, নেই তো কিছুই চাওয়ার,

সময় এখন এই বাংলা মাকেই কিছু দিয়ে যাওয়ার ।

তাই খুঁজছি আমি সরল মানুষ এই বাংলার ঘরে ঘরে,

ভাববে যারা নিজস্বার্থ ছাড়াই এই বাংলাদেশের তরে ।

 

এই বাংলার বুকেই উঠেছি বেড়ে, বাংলায়-ই আছি বেশ,

এই বাংলা নিয়েই গর্ব আমার, বিধি বাংলায় দিও শেষ !

৩ Likes ৬ Comments ০ Share ৪৩৪ Views

Comments (6)

  • - টোকাই

    সুন্দর...

    • - মামুন

      ধন্যবাদ।