Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ভাবী নাকি তেতুল খাবে

 

 

ভাবী নাকি তেতুল খাবে
লবণ মেখে গায়
আমি এখন পাকা তেতুল
কোথায় গেলে পাই।
ও সজনী-
পড়েছি যে ভীষণও লজ্জায়।।

থোকা থোকা তেতুল ঝোলে
পেকে পেকে লাল
না আনিলে তেতুল পেড়ে
ভাবী দেবে গাল
সেই না ভয়ে আমি এখন
তোর কাছে পালাই।
ও সজনী-
পড়েছি যে ভীষণও লজ্জায়।।

সকালবেলা বমি করে
ভাত খাবে না রাতে
ভাইয়া আমার বিদেশ গেছে
সেও থাকে না সাথে
কী বেমারে পড়ল ভাবী
কাকে যে জানাই।
ও সজনী
পড়েছি যে ভীষণও লজ্জায়।।

তেতুল গাছে ভূতের বাসা
কেমনে উঠি বল
ভাবী আমার তেতুল খাবে
তারও নানা ছল
কেমন দেবর হলাম আমি
না জানি উপায়।
ও সজনী
পড়েছি যে ভীষণও লজ্জায়।।

০ Likes ৭ Comments ০ Share ৮৯৯ Views

Comments (7)

  • - মাসুম বাদল

    খুব খুব ভাললাগা জানালাম...

    - প্রহেলিকা

    ভালো লাগা রেখে গেলাম। শুভেচ্ছা জানবেন কবি। 

    - মাইদুল আলম সিদ্দিকী

    খুব ভালো, দারুণ!

    Load more comments...