Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ব্লগ টিউটোরিয়াল ০১

ব্লগের নতুন রূপ দেখে পুরনো ব্লগারদের অনেকের মধ্যেও কিছু কিছু সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে।

কেউ হয়তো ব্লগ লেখার অপশন খুঁজে পাচ্ছেন না। কেউ সেই অপশন খুঁজে পেলেও পরে আব্র পোস্ট এডীটের অপশন খুঁজে পাচ্ছেন না।

প্রথমে আপনি ব্রাউজারে গিয়ে www.nokkhotro.com লিখে সার্চ দিলেন। তারপরে, ব্লগের হোম পেজ চলে আসলো।


আপনি এবার লগ ইন করবেন। লগ ইন করতে হলে আপনার হোম পেজ এর উপরের দিকে দেখুন, "প্রবেশ করুন" লেখা আছে। সেখানে ক্লিক করুন।

ব্লগের পোস্টগুলো দেখা যাচ্ছে। বাম পাশে দেখুন নিচে নিচে দেয়া আছে—

হোম

আমি

ব্লগ

>শপিং

পোশাক

বই

এই শব্দগুলোর পাশে লোগো দেয়া আছে।

আপনি যদি শুধু ব্লগের লেখা পড়তে চান, তাহলে যে পোস্টটি আপনার পড়তে ইচ্ছে হবে, সেটার কাছে কার্সরটি নিয়ে যান। পোস্টের নিচের দিকে দেখুন নীল কালিতে ‘বিস্তারিত’ লেখা আছে। সেখানে ক্লিক করলেও পোস্টটির পুরো অংশ দেখতে পারবেন। আবার পোস্টের শিরোনামে ক্লিক করলে নতুন আরেকটি ট্যাব ওপেন হওয়া সহ পোস্টটির বিস্তারিত অংশ দেখা যাবে।

এবার আসছি, আপনি যদি নিজে কোন লেখা পোস্ট দিতে চান, হতে পারে সেটা সাহিত্য বিষয়ক কিংবা সাহিত্যের বাইরেও কোন বিষয় নিয়ে তথ্যমূলক লেখা, তাহলে আপনি আপনার ব্লগ পেজের সেই বাম পাশে দেয়া ছোট ছোট লোগ এর সাথের শব্দগুলোর দিকে তাকান।

আপনি ‘আমি’ তে ক্লিক করুন।

এখন যেই পেজটা আসলো, এখানে দেখুন- উপরে এক সারিতে লেখাঃ

।আমার লেখা। ।বন্ধু ও প্রিয়জন। ।আমার ছবিসমূহ। ।বার্তা।


তার ঠিক নিচেই একটা ছোট বক্স।


ভাবনা। ব্লগ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

সবাই। প্রেরণ করুন   


ভাবনা’ এর পাশে যে ‘ব্লগ’ লেখা আছে, সেখানে ক্লিক করলে আরেকটা পেজ আসবে। সেখানে দেখুন ব্লগ শিরোনাম। উপাখ্যান সংখ্যা এইসব লেখা আছে।

আপনি ব্লগে শিরোনাম এর ঘরে আপনার গল্প বা কবিতাটির শিরোনাম লিখুন। আর তার নিচের বক্সে আপনি আপনার সম্পূর্ণ লেখাটি লিখুন অথবা, ওয়ার্ড ফাইল থেকে কপি পেস্ট করে নিয়ে আসুন।


২ Likes ১৫ Comments ০ Share ৫১৬ Views

Comments (15)

  • - আলমগীর সরকার লিটন

    বেশ লাগল

    রোজার শুভেচ্ছা রইল কবি দা

     

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ আলমগীর ভাই

    - মুন জারিন আলম

    বিকেলের ছায়ার মতোই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছো তুমি
    ঘাসের ওপর পড়ে থাকা মায়া আশ্রয় খুঁজে অনিরাপদ হাওয়ায়
    যৌবনের উত্তপ্ততা থেমে গেছে বলে মোমের মতোই বিলীন হয়েছে আবেগemoticons 

    চমত্কার বৈশাখী ভাই। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল। 

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ অবিরাম