Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহ আজিজ

১০ বছর আগে

বিষের দলা

কৃষকটি কোন রাখঢাক না করেই বলে ফেলল “চট্টগ্রাম আর ঢাকার মানুষেরা প্রতিদিন বিষের দলা খায় , সবজী নয়”। হতভম্ব হয়ে চেয়ে রইলাম টি ভির দিকে । ও আরও বলল আগে শুধু পোকামাকড় মারার ওষুধ মেরে বাজারে পাঠানো হতো এখন কারওয়ান বাজারে সবজী কিভাবে তাজা থাকবে তার ওষুধ মেরে তারপরে খুচরা বাজারে যায় । আমি ঠিক এই বিষয়টি খুজছিলাম গত বছর থেকে । বাজার থেকে কাচা পেপে কিনলাম কিন্তু ঘরে এনে কাটার পরে দেখি ভেতরটা পাকা । দোকানিকে জিজ্ঞাসা করি তারা সঠিক জবাব দিতে পারে না । অনুষ্ঠানের মধ্যে একজন অন্ত্ররোগ বিশেসজ্ঞ বললেন কোলন ক্যান্সার এখন ভয়াবহ রুপ নিচ্ছে আগে যা খুবই রেয়ার কেস ছিল । এসবের মুল উৎস ক্ষেতে অতিরিক্ত বিষ বা পেস্টিসাইডের ব্যাবহার । বেশ ক ধরনের বিষ দেখান হলো যার সবগুলোই ব্যাবহার হয় যা ঐ কৃষকের ভাষায় অপ্রয়োজনীয় । শাকপাতা সবজীকে আরও তাজা দেখাতে পাইকার ক্রেতারা এসবের নির্দেশনা দিয়ে থাকে । কৃষকরা কার্যত বাধ্য চাহিদা মোতাবেক বিষ প্রয়োগে । ব্যাক্তিগত ভাবে আমি শাকপাতা ফলমূল নিজেই সারারাত পানিতে ভিজিয়ে রাখি যা কাজের লোকেরা ঘুরনাক্ষরেও করতে চায়না । ওদের ধারনা এইসব সাহেবদের মাতা-মুতা খারাপ হইয়া গেছে । লিভার রোগ তো মহামারি আকারে ছড়িয়ে পড়েছে । নতুন উপসর্গ ডায়াবেটিস । এই অবস্থা চলতে থাকলে বা চলতে দিলে আগামী ১০ বছরে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা লিভার, ডায়াবেটিস , কোলন ক্যান্সার রোগে আক্রান্ত হবে । দেশে অন্যান্য শিল্পের তেমন উন্নতি না হলেও ওষুধ শিল্পে ব্যাপক উন্নতি আর ডায়াগনস্টিক সেন্টার বৃদ্ধি উদ্বেগজনক । মানুষের জীবন ধারনের জন্য চিকিৎসা ব্যায়বহুল হবে । অপর্যাপ্ত ডাক্তার (আসলে কসাই) আর ভেঙেপড়া হাসপাতাল ব্যাবস্থা একটি ভয়াবহ পরিস্থিতির দিকনির্দেশ করছে । নোভো নরদিস্ক বাংলাদেশে ইনসুলিন কারখানা করে মাত্র ৩৮০ টাকায় ইনসুলিন দিচ্ছিল আমাদের । গত এক বছর অজানা কারনে উৎপাদন বন্ধ দেখিয়ে ৫৮০ টাকায় আমদানিকৃত ইনসুলিন কিন ছি আমরা । অন্যান্য ওষুধও ঊর্ধ্বমুখী । বিষ নিয়ন্ত্রণে আলাদা টাস্ক ফোরস কাজ করবে এবং মাঠ পর্যায় থেকে কার ওয়ান বাজারের ধরা ছোঁয়াহীন সিন্ডিকেট পর্যন্ত ।

আমাদের বাচতে দিন ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

০ Likes ৩ Comments ০ Share ৪৬৮ Views

Comments (3)

  • - সকাল রয়

     সুন্দর তবে বৈচিত্র  আনা প্রয়োজন

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ

    - ইকবাল মাহমুদ ইকু

    সুন্দর লিখেছেন 

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ

    - আলমগীর সরকার লিটন

    বেশ লাগল--

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ আলমগীর ভাই

    Load more comments...