Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ম. গ. রেজওয়ান

১০ বছর আগে

বিবাহের যে সকল প্রচলিত প্রথা ইসলামে জায়েজ নয়

"বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়।


বিবাহ করা নবীগণের (আঃ) সুন্নাত। প্রচলিত কিছু প্রথা যা ইসলামে জায়েজ নয়"

১. চন্দ্র বর্ষের কোন মাসে বা কোন দিনে অথবা বর/কনের জন্ম তারিখে বা তাদের পূর্ব পুরুষের মৃত্যুর তারিখে বিবাহ হওয়া অথবা যে কোন শুভ সৎ কাজ করার জন্য ইসলামী শারী’য়াতে বা ইসলামী দিন তারিখের কোন বিধি নিষেধ নেই। বরং উপরোক্ত কাজগুলো বিশেষ কোন মাসে বা যে কোন দিনে করা যাবে না, তা মনে করাই গুনাহ। 


২. বিবাহ উৎসবে অথবা অন্য যে কোন উৎসবে পটকা-আতশবাজি ফুটানো, অতিরিক্ত আলোকসজ্জা করা, রংবাজী করা বা রঙ দেওয়ার ছড়াছড়ি ইসলামের দৃষ্টিতে অবৈধ ও অপচয়। আল্লাহু বলেন, “নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আর
শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ।” আল কোরআন  
(বনী ইসরাঈলঃ ২৭)

৩. বাঁশের কুলায় চন্দন, মেহদি, হলুদ, কিছু ধান-দূর্বা ঘাস কিছু কলা, সিঁদুর ও মাটির চাটি নেওয়া হয়। মাটির চাটিতে তেল নিয়ে আগুন জ্বালানো হয়।স্ত্রী ও বরের কপালে তিনবার হলুদ লাগায়, এমনকি মূর্তিপূজার ন্যায় কুলাতে রাখা আগুন জ্বালানো চাটি বর-কনের মুখের সামনে ধরা হয় ও আগুনের ধুঁয়া ও কুলা হেলিয়ে-দুলিয়ে বাতাস দেওয়া হয়। এসব হিন্দুয়ানী প্রথা ও
অনৈসলামিক কাজ।


৪. বরের আত্মীয়রা কনেকে কোলে তুলে বাসর ঘর পর্যন্ত পৌছে দেওয়া অথবা বরের কোলে করে মুরুব্বীদের সামনে স্ত্রীর বাসর ঘরে গমনের নীতি একটি বেহায়াপনা, নিরলজ্জতা ও অনৈসলামিক কাজ।


৫. বরের ভাবী ও অন্য যুবতী মেয়েরা বরকে সমস্ত শরীরে হলুদ মাখিয়ে গোসল করিয়ে দেওয়া নির্লজ্জ কাজ যা ইসলাম সমর্থন করে না।


৬. বর ও কনেকে হলুদ বা গোসল করতে নিয়ে যাওয়ার সময় মাথার উপর বড় চাদর এর চার কোনা চার জনের ধরা হিন্দুয়ানী প্রথা।


৭. বিবাহ করতে যাওয়ার সময় বরকে পিড়িতে বসিয়ে বা সিল-পাটাইয়ে দাড় করিয়ে দই-ভাত খাওয়ানো ইসলামিক প্রথা নয়।


৮. বিবাহ কাজ সম্পূর্ণ হওয়ার পর, বরকে দাড় করিয়ে সালাম দেওয়ানোর প্রথা রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তার সাহাবীদের (রাযি আল্লাহু আনহুমা) দ্বারা প্রমানিত নয়।


৯. বর ও কনের মুরুব্বীদের কদমবুসি করা একটি মারাত্মক কু-প্রথা। বিয়ে তো নয় এমনকি যে কোন সময় কদমবুসি করা রাসুল (সাঃ) ও তার সাহাবীদের (রাঃ) দ্বারা কোন কালে প্রমানিত নয়। কদমবুসি করার সময় সালাতের রুকু-সিজদার মতো অবস্থা হয়। বেশি সম্মান প্রদর্শন করতে গিয়ে হিন্দুয়ানী প্রণামকে প্রথা হিসেবে নিয়ে আসা মুমিনদের বৈশিষ্ট্য নয়।

 

 

 

(collected)

০ Likes ০ Comments ০ Share ৫১৯ Views

Comments (0)

  • - রুদ্র আমিন

    তথ্য গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া। বাংলা নববর্ষ ১৪২১ সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ। শুভনববর্ষ।

    • - নূর মোহাম্মদ নূরু

      আমিনুল ইসলাম ভাই
      আপনাকেও অসংখ্য ধন্যবাদ
      সাথে বাংলা নববর্ষের শুাভেচ্ছা

    - মোঃসরোয়ার জাহান

    thank's for share

    • - নূর মোহাম্মদ নূরু


      আপনাকেও অসংখ্য ধন্যবাদ
      সাথে বাংলা নববর্ষের শুাভেচ্ছা

    - ঘাস ফুল

    শুভ নববর্ষ নুরু ভাই। ভালো থাকুন, সুখে থাকুন সতত এই কামনা করি আপনার জন্য। আমীন। 

    • - মুন জারিন আলম

      বিশ্বের সকল প্রান্তের সকল বাঙালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি।

      ধন্যবাদ নুরু ভাই বৈশাখ নিয়ে লেখা চমৎকার প্রবন্ধটির জন্য।ভাল থাকুন।

    • Load more relies...