Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ম. গ. রেজওয়ান

৮ বছর আগে লিখেছেন

নেপালে অধিক ভূমিকম্পের কারন কী?

 
নেপালে অধিক ভূমিকম্পের কারন :
নেপালে অধিক ভূমিকম্পের কারনসমূহ ও বিশেষজ্ঞদের মতামত:
ঐদিন নেপালের ভূপৃষ্ঠের প্রায় ৯ মাইল নীচে শিলার একটি খণ্ড সরে যায়। তখন কাঠমুন্ডু উপত্যকায় ভূপৃষ্ঠের নীচে শক্তিশালী তরঙ্গের বিস্ফোরণের সৃষ্টি হয়।এখানে সৃষ্টি হওয়া এক একটি অভিঘাত ২০টিরও বেশি রমাণবিক
অস্ত্রের বিস্ফোরণের চেয়ে বেশি।
ভূতাত্ত্বিক ভাষায়, নেপালের এই কম্পনটি একই অঞ্চলে ৮১ বছর পরপর সংঘটিত হচ্ছে। এর আগে ১৯৩৪ সালে এরকম ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।
নেপালের ন্যাশনাল সোসাইটি ফর আর্থকোয়েক টেকনোলজির দেয়া এক রিপোর্ট অনুযায়ী, প্রায় ৭৫ বছর পর পর নেপালে একটি ৮ মাত্রার ভূমিকম্প হয়।
নেপালের ভূমিকম্পের পেছনের প্রধান কারণ হল, নেপালের দক্ষিণ সীমানা বরাবর ফল্ট লাইনের নিয়মিত চলাচল। প্রায় ৪০ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন বছর আগে থেকে ভারতীয় উপমহাদেশের সাথে ইউরেশিয়া প্লেট এর সাথে সংঘৃষ্ট, নেপালের দক্ষিণ সীমানা। হংকং বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ
ল্যাং এস চ্যান এর মতে, “ভারত ও ইউরেশিয়ার মধ্যে সংঘর্ষ ভূতত্ত্বের একটি প্রদর্শনী”। তথাকথিত ভারত প্লেট প্রতি বছর উত্তর এশিয়ার দিকে ২ ইঞ্চি বা ৫ সেন্টিমিটার পরিমাণে সরে যাচ্ছে। ল্যাং বলেছেন, “ভূতাত্ত্বিকভাবে তা খুবই দ্রুত”।
তিনি আরও বলেছেন, “প্লেট একে অপরকে ধাক্কা দেয়ার ফলে ঘর্ষণের
সৃষ্টি হয়, যা ভূত্বকে ফাটলের সৃষ্টি করে।” ঘর্ষণের ফলে সৃষ্ট তাপ
পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের তুলনায় বেশি। “শনিবারের ভূমিকম্পের ক্ষেত্রে প্লেট প্রায় ২ মিটার বা ৬.৫ ফুট এগিয়ে যায়”- বলে মন্তব্য করেছেন, হংকং এর চীনাবিশ্ববিদ্যালয়ের একজন ভূমিকম্প বিশেষজ্ঞ হংফেং ইয়াং।
শনিবারের ভূমিকম্পে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়,
ভূমিকম্পটি তুলনামূলকভাবে অগভীর ছিল। এই ধরণের ভূমিকম্প আরও ক্ষতি করতে পারে এবং ভূপৃষ্ঠের নীচের গভীরতা ঠিক করার লক্ষ্যে
আরও ছোট ছোট কম্পনের সম্ভাবনা রয়েছে।
একটি ভূমিকম্পের পর প্লেটগুলো এবং ঘড়ি পুনরায় রিসেট করা শুরু হয়। ডঃ চ্যান বলেছেন, “ফুটন্ত পানির পাত্র থেকে ঢাকনা সরিয়ে নিলে পানিগুলো নিজ অবস্থানে চলে যায়, আবার ঢাকনা দেয়ার পর... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর লিখেছেন

    • - আল মামুন সানি

      ধন্যবাদ :)

    - আলমগীর সরকার লিটন

    কবিতা কে অভিনন্দন জানাই

    • - আল মামুন সানি

      কবিতার পক্ষ থেকে শুভেচ্ছা 

    - সোহেল আহমেদ পরান

    অন্যরকম প্রকাশ।

    ভালো লাগলো...emoticons

    • - আল মামুন সানি

      ধন্যবাদ  দাদা

    Load more comments...

ম. গ. রেজওয়ান

৯ বছর আগে লিখেছেন

মেয়েরা জিন্স পরলে উলঙ্গ লাশ পড়ে থাকবে

মেয়েরা যদি জিন্স পরিধান করে তবে রাস্তায় তাদের নগ্ন মৃতদেহ মিলবে। এক তরুণীকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সে সময় তরুণীর উলঙ্গ ছিলো। তরুণীর দেহের পাশে একটি বেনামী চিঠিতে স্পষ্ট ভাষায় লেখা, “মেয়েদের জিন্সের শার্ট-প্যান্ট পরা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাই মেয়েদের জিন্স পরা বন্ধ করতে হবে। না হলে এরপর মেয়েদের উলঙ্গ মৃতদেহ পড়ে থাকতে দেখা যাবে। এখন থেকে দ্বারভাঙ্গায় মেয়েরা আর জিন্সের প্যান্ট-শার্ট পরতে পারবে না।” 
এই তরুণীকে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত থানায় খবর দেয়। পুলিশ তরুণীকে দ্বারভাঙা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
সংগৃহীত:খবরিট ভারেতর/http://www.somoyerkonthosor.com/news/181455
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - টোকাই

    ভালো লাগলো ।

    • - এ.টি. নূর শেখ লিটা

      ধন্যবাদ emoticons

    - আলমগীর সরকার লিটন

    শুভ কামনা

     

    • - এ.টি. নূর শেখ লিটা

      ধন্যবাদ emoticons

ম. গ. রেজওয়ান

৯ বছর আগে লিখেছেন

মৃত্যু শয্যায় আলেকজান্ডার তার সেনাপতিদের যা বলেছিলেন

 আলেকজান্ডাের নাম ানেকে্ শুনেছেন। মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন,
'আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে,শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন।আমার ২য় অভিপ্রায় হচ্ছে, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রুপা ছড়িয়ে থাকবে আর শেষ অভিপ্রায় হচ্ছে, কফিন বহনের সময় আমার দুইহাত কফিনের বাইরে ঝুলিয়ে থাকবে।'
তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, 'আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই।
*আমার চিকিত্সকদের কফিন বহন করতে এই কারনে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিত্সকেরা কোন মানুষকে সারিয়ে তুলতে পারে না।তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম।'
*'গোরস্হানের পথে সোনা- দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বো সোনা-দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না।এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না।মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়।'
* 'কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে পৃথিবীতে এসেছিলাম,আবার খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি. . . . .'।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - বিষ পিঁপড়ে / <u>তাইবুল ইসলাম</u>

    অখন্ড বাংলার বুদ্ধিজীবি  

    বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি emoticons

ম. গ. রেজওয়ান

৯ বছর আগে লিখেছেন

Comments (0)

  • - পিয়ালী দত্ত

    valo

    • - সুমন দে

      অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

    - তাহমিদুর রহমান

    সবই কি প্রিয়াকে দিয়েছেন? 

    • - সুমন দে

      হুম ভাই... সবতো তারই জন্য । শুভেচ্ছা জানবেন । ধন্যবাদ ।

ম. গ. রেজওয়ান

৯ বছর আগে লিখেছেন

প্রশ্নপত্র ফাঁস ও আমাদের নৈতিকতা

প্রশ্ন পত্র ফাঁস হলে অন্য দেশে মন্ত্রী পদত্যাগ করে। আর বাংলাদেশে হয় তার বিপরীত। প্রশ্নপত্র ফাঁস হওয়াটাই যেন আমাদের জন্য স্বাভাবিক। আমরা নীতিহীন তাই নিয়মিত প্রশ্নপত্র ফাঁস হয় কিন্তু তা বন্ধ হয় না। এভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংশ করে কি লাভ হচ্ছে? আমরা কেন উন্নত জাতি হতে পারছি না? আমাদের যোগ্যতার অভাব কোথায়? continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    দারুণ!

    emoticons

Load more writings...