Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বানভাসি

গণগণে এক তাপবাহ ঐ, পড়লো যবে ঘরে,
জমাট বাঁধা ঠান্ডা কঠিন, বরফ গলে ঝরে।
কলকলিয়ে ছুটলো জলের, আবেগ মাখা ঢেউ,
এমন ভীষণ বানভাসি কি, দেখছে কবে কেউ?

[কোরাস]
বাম্পার ফলনে, আইসবার্গ গলনে,
বান জলে ডুবা দেখে, মনমরা জ্বলনে।
[/কোরাস]

কল কল ঘোলা জলে, হল সব ময়লা,
টলটলে ঐ পানি, দেখে ভাবি কয়লা।
নাইবার এসে দেখি, জলে ভাসা বাগানে,
ফুল-পাখি-গান নাই, নীল নাই গগণে।

[কোরাস]
বাম্পার ফলনে, আইসবার্গ গলনে,
বান জলে ডুবা দেখে, মনমরা জ্বলনে।
[/কোরাস]


==
ব্যাখ্যাঃ বৈচিত্রহীন ফ্রন্টপেজে কবিতার বন্যা ... ...
১ Likes ২ Comments ০ Share ৩৯৫ Views

Comments (2)

  • - নুসরাত জাহান আজমী

    কি অবস্থা?? এগুলারে তো পুলিশে দেয়া উচিৎ।