Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ১০ হাম্বা মোবারক! ঈদ মোবারক!!

গতকাল এবং পরশু এই দুই দিনই অনেকে জানিয়েছিল এবার গরুর দাম তুলনামুলকভাবে কম তাই গতকাল হাটে গিয়েছিলাম অবস্থা বোঝার জন্য। হাটে গিয়ে গরুর দাম জেনে আমিওঅবাক হয়েছিলাম। সত্যি দাম কম। কিন্তু প্রস্তুতি নিয়ে যাইনি বলে গতকাল আর গরু কেনা হয়নি।

আমি সাধারনতঃ কোরবানির ঈদের ২ দিন আগে গভীর রাতে গরু কিনে ফিরি। গভীর রাতে ফেরার কারণ আমি হাটেই যাই সন্ধ্যায় এবং দেখাদেখি খুঁজা খুঁজি যাচাই বাছাই দর দাম করে পছন্দসই গরু পেতে এই বিলম্ব হয়ে যায়। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি সে রাতে সন্ধ্যার পর দাম চড়তে থাকে কিন্তু১০টার পর কিছু গরুর ব্যাপারী কম দামেই গরু ছেড়ে দেয়। তারা আসলে ধৈর্যহারাহয়ে যায়। আমিও সে সময়েই পছন্দমত গরু নিয়ে বাড়ীর পথ ধরি।

আজ গরুরহাটে গিয়ে দেখি গরুর বাজার বেশ চড়া। গতকাল থেকে গরু প্রতি দাম বেড়ে গেছে১০/১২ হাজার। গতকাল যে গরুর দাম চেয়েছে ৪০ আজকে তা বলছে ৫৫। যা আছে কপালে বলে বাজার ঘুরা শুরু করলাম। গরু মন মত পাচ্ছিনা। একসময় চা পানের বিরতি নিলাম।

চা সিগারেট খেয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে আবার গরু খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত গরু কিনলাম।বাজেটের মধ্যেই। যা মনে হচ্ছে খুব খারাপ হয়নি সেটা। লক্ষ্মী কিঊট টাইপহালকা সাদা রং এর গরু গলা এবং মুখের কাছটায় ব্রাউন। অবশ্য রং এর ব্যাপারেআমার বাচ্চাদের নির্দেশনাও এমন ছিল তাই ইচ্ছে করলেই লাল বা রাগী কালো রংএর গরু কেনায় আমার নিষেধাজ্ঞা ছিল। আমার মেয়ে যাবার সময় বলে দিয়েছিল বাবাসাদা গরু এনো। সাদা গরু শান্ত শিষ্ট হয়।

আমি গরুর পাশে কিছুটা হেটে মাঝে মাঝেই দৌড়িয়ে ঘর্মাক্ত শরীরের ফিরে আসি।পথে নানা জন গরুর দাম শুনে কি প্রতিক্রিয়া দেখায় তা শুনে বোঝার চেষ্টা করিএবারের গরু কেনা কেমন হল। তারপর বাসায় এসে বাচ্চাদের নিয়ে গরু কেনা বিষয়কছোট খাটো একটি লেকচার দিয়ে কাজ শেষ।

হাম্বা মোবারক! ঈদ মোবারক!!

 

 

আগের পর্বের লিংকঃ 

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ৯ খুশীর মূল্য

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ৮ মুড়াপারা জমিদার বাড়ি

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ৭ সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের বিচারের দাবীতে রোড পেইন্টিং

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ৬ আমাদের আর দেখা হয়না কিছুই আমাদের আর হওয়া হয়নি কিছুই।

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ৫ ইলা বিষয়ক

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ৪ ৪০০তম পোষ্ট!

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ৩ বয়স ৪০!

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ২ ব্লগিং

বাউলা বাতাস আউলা কথা! পর্ব ১ শীতার্তদের সহায়তা কাজে কিছু বিচিত্র অভিজ্ঞতা!

 

০ Likes ১ Comments ০ Share ৮৪১ Views

Comments (1)

  • - নুমান আহমদ

    মারহাবা, মারহাবা।

     

    আমিও আছি সব জায়গায় আপনার পিছে পিছে।

    • - মাঈনউদ্দিন মইনুল

      প্রিয় নুমান আহমদ, আপনারা আমরা অনেক আপন হয়ে গেছেন। আমিও আনন্দিত যে সকলেই একসঙ্গে আছি।

      ভালো কাটুক সময়। শুভেচ্ছা জানবেন :)

    - নীল সাধু

    শুভেচ্ছা সুপ্রিয় মাঈনউদ্দিন ভাই। আপনাকে পেয়ে ভালো লাগছে।

    স্বাগত জানাই নক্ষত্র ব্লগে।

    আপনার প্রথম পোষ্টটিতে ভালোবাসা দিয়ে গেলাম।

    সতত শুভকামনা জানবেন।

    ব্লগ বিষয়ে পরামর্শ মতামত দিকনির্দেশনা দেবেন এই কামনায়

    • - মাঈনউদ্দিন মইনুল

      ধন্যবাদ প্রিয় নীল সাধু ভাই :)

      আমিও আনন্দিত। অল্প দিনেই বেশ জমে ওঠেছে নক্ষত্র ব্লগ।

      আপনারা সত্যি পারেন!

    - ইখতামিন

    আপনাকেও শুভেচ্ছা...

    • - মাঈনউদ্দিন মইনুল

      ধন্যবাদ, ইখতামিন :)

      আপনাকে এখানে পেয়ে আমি আনন্দিত।

      কথা হবে লেখায় লেখায়!

    Load more comments...