Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলাদেশের-শ্রীলংকা টেস্ট সিরিজ আর আমার মূল্যায়ন

অবশেষে ড্র করেই চট্টগ্রাম টেস্ট শেষ করল বাংলাদেশ । আমাদের জন্য অবশ্যই এইটা একটা ইতিবাচক দিক কারণ মিরপুর টেস্ট এ বাজেভাবে পরাজয়ের পরে এইভাবে ফিরে আসাটা অনেক দরকারি ছিল । বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য যে আত্মবিশ্বাসের দরকার তা এই ড্র এর মাধ্যমে অনেকখানি পাওয়া যাবে বলে আমার মনে হয় । শ্রীলংকা অত্যন্ত শক্তিশালী দল । তাদের সাথে এইভাবে কৃতিত্তের সাথে ড্র করাটা আমাদের খেলোয়াড়দের জন্য স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা যোগাবে । টি-২০ তে মুশফিক থাকবেন না তাই দেখার বিষয় তার অনুপস্থিতিতে বাংলাদেশ কেমন করে । আর এই সিরিজের পরেই বাংলাদেশের শুরু হবে এশিয়া কাপ আর তার পরেই টি-২০ ওয়ার্ল্ড কাপ । তাই শ্রীলংকা সিরিজটা বাংলাদেশের জন্য একটা প্রস্তুতির ভালো মঞ্চ হবে বলেই আমার বিশ্বাস । এই সিরিজটাতে ভালো ফল করলে এশিয়া কাপ আর টি-২০ ওয়ার্ল্ড কাপ এর জন্য যথেষ্ট আত্মবিশ্বাস সঞ্চয় হবে । আর উভয় সিরিজই যেহেতু ঘরের মাটিতে তাই বাড়তি একটা সুবিধা তারা পাবে । তাই সব মিলিয়েই এই সিরিজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত । তাই এই সিরিজে টাইগাররা ভালো করবে এই আশাই আমরা করতে পারি । 

যাই হোক এইবার আসি আজকের দিনের খেলায় । গত কালকে কোন উইকেট না হারান তে আজকে আমরা একটা ভালো অবস্থানে থেকে দিনের খেলা শুরু করেছিলাম । আর শামসুর, তামিম ও পরিস্থিতির দাবি মিটিয়ে যথেষ্ট ভালো খেলেছেন । এছাড়াও ইমরুল ও তার সর্বচ্চ টা দেয়ার চেষ্টা করেছেন । আর মমিনুলের কথা না বললেই নয় । ক্যারিয়ারের ৭ম টেস্টেই ৩য় সেঞ্চুরি । অভিনন্দন জানাই তাকে । সাকিব ও আবার প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সেরা অলরাউনডার । আমার জানা মতে তিনি এই টেস্ট এর পারফরমেন্স এর কারণে আবার শীর্ষে চলে আসবেন । কারণ শীর্ষে আসতে তার দরকার ছিল ৮৯ রান আর ২ উইকেট । যেইখানে তিনি ৬ উইকেট আর ৯৩ রান করেছেন । এইবার চট্টগ্রাম টেস্ট এর কথায় । ম্যাচ এর অনেকসময় আমাদের এর উপরে নিয়ন্ত্রন না থাকলেও স্কোর কার্ড দেখে সেটা বোঝার উপায় নেই । এই টেস্ট এ আমাদের ৩ জন বাটসম্যান সেঞ্চুরি করেছেন যেটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট । একদিকে যেমন অভিষিক্ত হওয়ার ২য় ম্যাচেই শামসুর আর দীর্ঘ ২ বছর পরে দলে ফেরা ইমরুল এর সেঞ্চুরি আমাদের পাইপ লাইনের সক্ষমতা সম্পর্কে আমাদের কে ধারণা দেয় । অন্যদিকে মমিনুলের সেঞ্চুরি ধারাবাহিকতার ইঙ্গিত দেয় । তবে হতাশজনক হলেও সত্য যে আম্পায়ারিং পুরো সিরিজ জুড়ে বাজে ছিল । তবে সবমিলিয়ে ঢাকা টেস্ট টাকে দুঃস্বপ্ন মনে করে যদি সিরিজটাকে বিবেচনা করি তাহলে মনে হয় সিরিজটা আমাদের জন্য খুব একটা খারাপ হয়নি । কত অবাকের বিষয় যে আজকে আমি ইনিংস ব্যবধানের হারকে দুঃস্বপ্ন বলছি অথচ ২-৩ বছর আগেও এইটা আমাদের জন্য অনেক সাধারণ ব্যাপার ছিল । আমাদের প্রত্যাশাই বলে সবাইকে জানিয়ে দেয় আমরা কতটা উন্নতি করেছি ।

যাই হোক সবশেষে টাইগারদের জন্য শুভকামনা জানিয়ে আমি লেখাটা শেষ করতে চাই ।      

০ Likes ৪ Comments ০ Share ৪২৫ Views

Comments (4)

  • - সুখেন্দু বিশ্বাস

    অনেক ধন্যবাদ তাহমিদ ভাই।

     শুভকামনা রইলো 

    • - তাহমিদুর রহমান

      ধন্যবাদ এবং আপনার পথ চেয়ে রইলাম। 

    - ঘাস ফুল

    আবার পাঠচক্র শুরু হচ্ছে জেনে খুশি হলাম। ধন্যবাদ তাহমিদ। 

    • - তাহমিদুর রহমান

      ধন্যবাদ ঘাঁস্ফুল ভাই। 

    - মিশু মিলন

    শুভকামনা রইলো।

    • - তাহমিদুর রহমান

      শুভেচ্ছা আপনাকে 

    Load more comments...