Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফাতিন আরফি

১০ বছর আগে

বাংলাদেশী হ’

উৎসর্গঃ ফেলানির তৃতীয় হত্যা দিবসে সীমান্তে পাশবিকভাবে নিহত সকল বাংলাদেশীদের বেদেহি আত্মার প্রতি।

বাঙাল বাঙাল করিস নারে
বাঙালে কি হয়?
ভিনদেশী আর বাংলাদেশি
একই কথা নয়।

বাঁচি-মরি বানে ভাসি
নিজের দেশে থাইক্যা,
অন্য দেশের বাঙাল দাদা
হাসে মোগো দেইখ্যা ।

বাঙাল বাঙাল করিস নারে
বাঙাল মরে ডুইব্যা,
আরেক বাঙাল কূলে ভেড়ে 
জলে মোগো চুইব্যা।

বানের জলে ডোবে চাষি
পোড়ে খড়ায় জ্বইল্যা,
আরেক দেশের বাঙাল চাষা
হাসে ফসল ফইল্যা ।

বাঙাল বাঙাল করিস নারে 
বাংলা গেছে ভাইস্যা,
বাংলাদেশই বড় কথা
নইলে যাবি ফাইস্যা।

ভাইয়ে ভাইয়ে হয় সহোদর
একই পেটে আইয়্যা,
বাচেঁ-মরে যে যার মতন
আলাদা ঘর হইয়্যা ।

বাঙাল বাঙাল করিস নারে
বাঙাল গেছে ছাইড়্যা,
বাংলাদেশই গড়তে হবে
নিজের মতন কইড়্যা।

আমার দেশের সোনার ইলিশ
পাইনা মোরা ধইড়্যা,
অন্যদেশের বাঙাল দাদা
খায় সবই তা কাইড়্যা ।

বাঙাল বাঙাল করিস নারে
বাঙাল আপন নয়,
বাংলাভাষী সহোদরে জুলুম
ক্যামনে সয়!

ফেলানিরা কাঁটাতারে 
ঝোলে গুলি খাইয়্যা,
সাজন-ভজন হায়রে মরণ!
সেই দাদাগো পাইয়্যা?

বাঙাল বাঙাল করিস নারে 
ফসল তো খায় ফইল্যা,
বোয়াল যে খায় ছাও-পোলারে
গেছো কি সব ভুইল্যা?

হাজার কোটি নেয় যে লুটি
বেলাজ চ্যানেল আইয়্যা ,
হায়রে কপাল কেমন বাঙাল
তোগো দেয় ব্যান কইর্যাণ!

বাঙাল বাঙাল করিস নারে
দেশের সেবক হ’,
বাঙালী জাত ভুইল্যা আগে 
বাংলাদেশী হ’।

৩ সেপ্টেম্বর ২০১২, খিলক্ষেত।

 

 

 

 

০ Likes ৪ Comments ০ Share ৩৬৪ Views

Comments (4)

  • - মাসুম বাদল

    কবিতায় ভাললাগা... 

    - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর

    - অমিত বাগচী (অন্তহীন)

    "বড্ড দু:সময় এখন প্রেমের"

    খাঁটি কথাই বলেছেন। শুভেচ্ছা রইলো। 

    Load more comments...