Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফাতেমা সুমিন

৯ বছর আগে

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৩.....................


▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা সরকারের একটি নিয়মিত বার্ষিক প্রকাশনা। এ অর্থনৈতিক সমীক্ষা দেশের চলতি ও পূর্ববর্তী অর্থবছরসমূহের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মৌল তথ্য-উপাত্তের সমন্বয়ে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ দলিল। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৩-এর উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ তথ্যাদি।

সাধারণ জনমিতিক পরিংখ্যান
▬▬▬▬▬▬▬▬▬▬
জনসংখ্যা (২০১২-১৩ সাময়িক প্রাক্কলন) : ১৫ কোটি ৩৬ লাখ
* জনসংখ্যা (২০১১ শুমারি) : ১৪ কোটি ৯৭ লাখ ৭০ হাজার 
* জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭% 
* পুরুষ-মহিলা অনুপাত : ১০০.৩ ঃ ১০০
* জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিলোমিটারে) : ১,০১৫ জন।

জনমিতিক পরিসংখ্যান
▬▬▬▬▬▬▬▬▬▬
স্থূল জন্মহার (প্রতি ১০০০ জনে) : ১৯.২ জন 
* স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) : ৫.৫ জন 
* শিশু মৃত্যুহার [এক বছরের কমবয়সী (প্রতি হাজার জীবিত জন্মে)] : ৩৫ জন * মহিলা ( ১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার : ২.১১ জন 
* গভনিরোধক ব্যবহারের হার : ৫৮.৪% 
* প্রত্যাশিত গড় আয়ুষ্কাল : ৬৯ বছর; পুরুষ ৬৭.৯ বছর ও মহিলা ৭০.৩ বছর * প্রথম বিবাহে গড় বয়স : পুরুষ ২৪.৯ বছর; মহিলা ১৮.৬ বছর।

স্বাস্থ্য ও সামাজিক সেবা
▬▬▬▬▬▬▬▬▬▬
সরকারি হাসপাতালের শয্যা প্রতি জনসংখ্যা : ১,৮৬০ জন 
* ডাক্তার প্রতি জনসংখ্যা : ২,৮৬০ জন 
* সুপেয় পানি গ্রহণকারী : ৮৭.৫৫% 
* স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী : ৬৬.৬%
* সাক্ষরতার হার (৭ বছর+), ঐওঊঝ-২০১০ : ৫৭.৯%; পুরুষ ৬১.১% মহিলা ৫৪.৮%।

শ্রমশক্তি ও কর্মসংস্থান
▬▬▬▬▬
মোট শ্রমশক্তি (১৫ বছর+) :
৫.৪১ কোটি; পুরুষ ৩.৭৯ কোটি ও মহিলা ১.৬২ কোটি

* সর্বাধিক শ্রমশক্তি নিয়োজিত :
▬▬▬▬▬
কৃষি খাতে; মোট শ্রমমক্তির ৪৭.৩০%; সেবাখাতে ৩৫.০৬%; শিল্পখাতে ১৭.৬৪%।

খানা আয় ও ব্যয় জরিপ ২০১০ অনুযায়ী ঈইঘ পদ্ধতিতে দারিদ্যের হার
জিডিপি ২০১২-১৩ (সাময়িক)
দারিদ্র্যের ঊধর্ক্ষসীমা (%) 
*জাতীয় : ৩১.৫ * পল্লী : ৩৫.২ 
* শহর : ২১.৩ 
* দারিদ্র্যের নিম্নসীমা (%) 
* জাতীয় : ১৭.৬ 
* পল্লী : ২১.১ 
* শহর : ৭.৭।

চলতি মূল্যে জিডিপি :
▬▬▬▬▬
১০,৩৭,৯৮৭ কোটি টাকা ৮ স্থির মূল্যে জিডিপি (ভিত্তি বছর ১৯৯৫-৯৬) : ৪,৩৩,৭২০ কোটি টাকা 
* স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার : ৬.০৩% 
* চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় : ৭৪.৩৮০ টাকা বা ৯২৩ মার্কিন ডলার
* চলতি মূল্যে মাথাপিছু জিডিপি : ৬৭,৫৭৭ টাকা বা ৮৩৮ মার্কিন ডলার।

বাণিজ্যিক লেনদেন ভারসাম্য ২০১২-১৩
▬▬▬▬▬▬▬▬▬▬
রপ্তানি আয় (জুলাই ’১২-মার্চ ’১৩) : ১৯,৭০৪ মিলিয়ন মার্কিন ডলার 
* আমদানি ব্যয় (জুলাই ’১২-মার্চ ’১৩) : ২৫,৩০১ মিলিয়ন মার্কিন ডলার 
* বৈদেশিক মুদ্রার মজুদ (৬ মে ২০১৩) : ১৪,৯৩৬ মিলিয়ন মার্কিন ডলার 
* প্রবাসীদের প্রেরিত অর্থ (জুলাই ’১২-এপ্রিল ’১৩) : ১২,৩০৪ মিলিয়ন মার্কিন ডলার।

আর্থিক পরিসংখ্যান
▬▬▬▬▬
মোট ব্যাংক : ৩৪৭টি 
* ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩১টি (ডিসেম্বর ২০১২)।

পরিবহন
▬▬▬▬▬
জাতীয় মহাসড়ক : ৩,৫৭০ কিমি; আঞ্চলিক মহাসড়ক : ৪,৩২৩ কিমি; জেলা/ ফিডার রোড : ১৩,৬৭৮ কিমি * রেলপথ : ২,৮৭৭ কিমি।

বিবিধ
▬▬▬▬▬
রিজার্ভ মুদ্রা, মার্চ ’১৩ : ১,০৮,১৯০ কোটি টাকা
* বৈদেশিক মুদ্রার গড় বিনিময় হার
* টাকা/মার্কিন ডলার (জুলাই ’১২-মার্চ ১’১৩) ৮০.৫৮।

০ Likes ০ Comments ০ Share ৬১১ Views

Comments (0)

  • - এম. এ. এস. মানিক

    “আমি ছাড়তে তোকে পারব না আমি ভুলতে তোকে
    পারব না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যা না রাজি একবার ”

    .............আমার না গানের চরণ, শুভ কামনা সতত

    ==================

    (((আলোতে থাকুন, ভালোতে থাকুন)))