Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Nusrat Jahan

১০ বছর আগে

বাঁধন ছেড়ে দূরে ...।

 

রুপের বাঁধন ছিড়তে গেলে
সময় কথা কয়;
হিয়ার বাঁধন ছিড়লে কবি
রক্তক্ষরন হয়।

সময় ঘোড়া পাল্লা দিয়ে
ছুটছে অবিরত ;
বাঁধন খুলে পালাও দূরে

কাছে ছিলে যতো। 

১ Likes ৮ Comments ০ Share ৫৩৩ Views

Comments (8)

  • - নীল সাধু

    আলাপচারিতা শেষে সোমলতার কণ্ঠে ভেসে ওঠে বাংলাদেশ বন্দনা। তিনি বলেন, “এ দেশের মানুষ সত্যিই অসাধারণ। এখানকার মানুষ অনেক অতিথিপরায়ণ এবং ভীষণ সংগীতানুরাগী। আমি মনে করি, কলকাতা থেকে বাংলাদেশেই বাংলা গানের কদর বেশি। নাড়ির টানে, গানের টানে বারবার আসতে চাই বাংলাদেশে।” 

     

    ধন্যবাদ লেখাটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

    • - সনাতন পাঠক

      ধন্যবাদ।

    - মিশু মিলন

    হুম! এ বাংলার সব ফুল দিয়ে ও বাংলার বাগান সাজানো।

    সাক্ষাৎকারটি ভাল লাগলো।

    ধন্যবাদ। ভাল থাকুন। 

    • - সনাতন পাঠক

      হুম! এ বাংলার সব ফুল দিয়ে ও বাংলার বাগান সাজানো।

      সঠিক বলেছেন। ধন্যবাদ।

    - ঘাস ফুল

    বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ নিয়ে সোমলতার মূল্যায়নে একজন বাঙালী হিসাবে আমি গর্বিত। লেখাটি কষ্ট করে আমাদের জন্য শেয়ার করার জন্য ধন্যবাদ রোদ ছায়া। সোমলতার মতোই অনেক বিখ্যাত বাঙালী ওপার বাংলায় পারি জমিয়েছেন। তবে ওপার বাংলায় তারা যে আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছেন, তা এপার বাংলাকেও আলোকিত করছে। 

    Load more comments...