Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাঁচাও সুন্দরবন, বাঁচাও বাংলাদেশ

উন্নয়ন, চলছে উন্নয়ন

প্রয়োজনে-অপ্রয়োজনে

চলছে উন্নয়ন, বিশ্ব উষ্ণায়ন

 

ভগবানের দালাল পেতেছে ফাঁদ

কেড়ে নিতে পুর্ণিমা চাঁদ

হিজাব পড়ে ক্ষমতায় চড়ে

বিশ্ব হায়েনায় মিলায়েছে হাত

 

নমঃ নমঃ মরি! মরি!

ধর্ম অবমাননা সইতে কী পারি?

সুন্দরবন দিবো উজার করি

তোমার চরণতলে হে দয়াময়

ক্ষমতায় যেন সদা থাকি

তোমার তুষ্টে তোমায় সেবিতে পারি

কৃপা রেখো ওহে কৃপাময়

 

আরাধনা চলছে, চলছে আরাধনা

বাহিরে উন্নয়ন, অন্তরে কৃপা কামনা

রূপপুর-রামপাল-সমুদ্র তলদেশ

কার স্বার্থে চলছে সব?

ভাবো বাংলাদেশ!

 

সাঁওতাল-মারমা-বাঙ্গালী

দেখো- কাঁদে মা, করে আকুতি

জাগো সবাই, বাঁচাও আমায়, আমি বাঁচতে চাই

বীণে সুন্দরবন, ধীরে বাংলাদেশ নাই

 

জাগো জাগো জাগো জননীর সন্তানেরা

মায়ের আঁচল কেড়ে নিতে উদ্ধত লুটেরা

হাতে রাখো হাত, গড়ো একতা, হও সমাবেশ

বাঁচাও সুন্দরবন, বাঁচাও বাংলাদেশ

 

১৭.০৮.২০১৬

১ Likes ০ Comments ০ Share ৩১৫ Views