Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বন্ধু মানে.........

বন্ধু মানে ছুটে চলা
তালে তাল মিলিয়ে
বন্ধু মানে কথা বলা
হাসি খিল খিলিয়ে।

বন্ধু হলো কাছের মানুষ
কথা বলা অন্তর খুলে
বন্ধু হলো রঙিন ফানুস
উড়াও কষ্ট ভুলে।

বন্ধু মানে কষ্টের সাথি
সুখের সাথি বটে
বন্ধু মানে দু:খ সুখের
দূরের নয়তো মোটে।

বন্ধু হলো নীলাভ আকাশ
শুভ্র মেঘের ভেলা
বন্ধু হলো ফাগুন মাসের
শিমুল অশোক মেলা।

বন্ধু হলো রঙীন ঘুড়ি
রঙিন সূতায় বাঁধা
বন্ধু হলো ভিতর বাহির
পবিত্র রঙ সাদা ।

বন্ধু মানে উচ্ছ্বাস ছড়ায়
মনের ভিতর বাড়ি
বন্ধু মানে সাথে চলা
চলন্ত রেলগাড়ি।

বন্ধু হলো জীবন পথে
সুখের সাথি তবে
বন্ধু ছাড়া সুখি হতে
কে পেরেছে কবে?

বন্ধু মানে বটের ছায়া
দু:খের বেলা শান্তি
বন্ধু মানে নয় তো কভু
পথ চলাতে ভ্রান্তি।

বন্ধু হলো মনের কাছের
অতি মাত্রায় ডিয়ার
বন্ধু মানে মনের কথা
অকপটে শেয়ার।

দু:খের বেলাতে বন্ধু হয়
হারান পথের দিশা
বন্ধু ছাড়া জীবন যে হয়
সুখের সর্বনাশা।

বন্ধু ছাড়া জীবন বুঝি
অনেক সাদামাটা
বন্ধু ছাড়া হয় না কভু
সুন্দর পথে হাঁটা।

বন্ধু মানে যেমন ইচ্ছে
আনন্দ মুহুর্ত
বন্ধু থাকে মনের মাঝে
মূর্ত কি বিমুর্ত।

বন্ধু তোমরা হয়ো না রে
মিথ্যেবাদী কভু
করোনা তোমরা ছলনা
ধ্বংস হলেও বিঁভূ।

বন্ধুর সাথে স্বার্থের খেলায়
মেতো না রে হেলায়
মিশে যাবে বন্ধু ধূলায়
পাবে না অবেলায়।

বন্ধু হলো স্বস্তি মনের
বলতে পেরে কথা
বন্ধুর হাতে হাতটি ধরে
ছুঁড়ে ফেলো ব্যথা।

এই যে আমি বন্ধুত্বের হাত
দিলাম যে বাড়িয়ে
বন্ধু হলে কভু তোমরা
যেয়ো না হারিয়ে ।

ট্রু ফ্রেন্ডস নেভার গিভ ফেক স্মাইল!
ফ্রেন্ডশিপ উইথ স্ট্রং রোটস রিয়েলী লাস্ট!

শুভ হউক বন্ধু দিবস
সবাইকে বন্ধু দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও <3 <3 <3

২ Likes ২ Comments ০ Share ৫৯৫ Views

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    অসাধারণ

    - মুদ্রা

    ধন্যবাদ

    - প্রলয় সাহা

    দারুণ লেগেছে।

    Load more comments...