Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বণ্য প্রাণীর অভয়ারণ্য চুনারুঘাট এর কালেঙ্গা পাহাড়.....(পর্ব-২)

১৬। নিয়ম নীতিগুলো
১৭।  ঐ
১৮। পৌছাইয়া গেছি । উপরে উঠতেছি । টাওয়ার দেখে নিচে থেকে ছবি তুলতেই ভুলে গেছি ।উপর থেকেতোলা
১৯। সবুজ কাহাকে বলে এটা দেখলেই বুঝতে পারবেন দুর দূরান্ত সবুজ আর সবুজ পাহাড়ের বেষ্টনি । কি যেতে ইচ্ছে করছে না সেখানে? ........... এত ভাল লাগছিল কি আর বলব ভাই বোনেরা । পারলে কয়দিন পরপরই যেতাম কিন্তু সে সুযোগ নাই
২০। উপর থেকে তোলা ......... প্রাকৃতিক বিল/ঝিল ......... এই ঝিলটি অনেক লম্বা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত । ... ভাবতেছি কেন সেখানে নৌকা বা স্পিড বোর্ড রাখে নি । এপ্রশ্নের জবাবে গাইড চাচা বললেন এতদিন রাস্তা খারাপ ছিল তাই এসব করা হয়ে উঠেনি । আস্তে আস্তে সবই করা হবে । এই ঝিলে নাকি ১ মণ ওজনেরও মাছ আছে । এখানে মাছ মারা অনেক কষ্ট নাকি....
২১। ঘন জংগল কি ভয়ানক গেলে বুঝতে পারতেন .......
২২। সবুজ পাহাড়ের দেশ আমার সিলেট
২৩। সবুজ পাহাড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়
২৪। উপর্ থেকে ঝিল
২৫। টাওয়ারের ফাক দিয়ে তোলা ছবি
২৬। পিপড়ার ঢোল
২৭। ঝিলের পাশে রেষ্ট নেয়ার জায়গা
২৮। গাইড চাচা উনি......
২৯। ঝিল
৩০। নিজ থেকে সবুজ পাহাড়ের ছবি
৩১। মাঝে মাঝে ধানক্ষেত ......... চমৎকার সুন্দর জায়গা ........ জনবসতি নাই
৩২। ধানক্ষেত
৩৩। ঝিলের ছবি ..... অন্য পাশ হতে
৩৪। ঝিল

আমরা যখন হেটে হেটে দেখছি প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো তখনই দুইটা ছেলে আমাদেরকে দেখে গান গাওয়া শুরু করছে মানে টিটকারী যাহাকে বলে । অথবা আমাদের দৃষ্টি আকর্ষণের জন্যও হতে পারে । এর মাত্র যখন বেড়ে যাচ্ছে তখন আমি একটু  জুড়ে হেঁটে তাদের কাছে গেলাম । বললাম-ভাইয়া তোমরা কি এখানে বেড়াতে আসছ আমাদের মত । তারা থতমত খেয়ে গেল

বলল হ্যাঁ । আমি বললাম তোমাদের বাড়ি কই? একজন বলল স্থানীয় আর একজন চুনারুঘাট থেকে আসছে । আমি তখন আমাদের বাড়ির পরিচয় দিয়ে বললাম আমরাও বেড়াতে আসছি এখানে আমরা সবাই ঢাকা থাকি । তো একজন বলল আমি ঢাকায় গামের্ণ্টসে জব করি । এখন ছুটিতে আসছি আর বেড়াতে এখানে আসা ...... কথা বলার পর তারা আমাদেরকে অনেক সম্মান করল । জায়গা ঘুরে ঘুরে দেখাল ....... আমার ভাই বলে ওদের সাথে কথা কইও না । আমি বললাম কথা না কইলে বরং এরা দুষ্টামী করতেই থাকবে ...... কথা বলার পর ফ্রিলি চলাফেরা করা যাবে । ............
ওদের নিয়ে ঘুরতেছি তো বলল আপু আপনারা বেড়াতে আসছেন আপনাদেরকে এখন আমরা নাচ দেখাব । আমি বললাম আচ্ছা ঠিকাছে শুরু করেন । কারো মোবাইলেই ভাল গান ছিল না তবুও যা ছিল তা দিয়ে চালিয়ে নিয়েছি । ভিডিও করেছি আর ছবি তুলেছি মাত্র একটা । বেটারা সুন্দরই নাচছিল গানের সাথে .......... একটা আসর বসে গিয়েছিল । আমাদের সিএনজি ড্রাইভারও নাচে যোগ দিল ......... হাটার কষ্ট আবারো গায়েব হয়ে গেল সবাই ।

৩৫।  নাচ দেখুন
৩৬। একটু আসতেই দেখি পাহাড় থেকে কলার ছড়ি নামাইয়া রাখছে কিসুন্দর সবুজ দেখেন ....

তারপর ফেরার পালা .......... সিএনজিতে উঠতেই ওরা বলল আপনার আমাদের এখানে বেড়াতে আসছেন কিছুই তো আপ্যায়ন করতে পারলাম না । আপা আপনাদের জন্য এই বিস্কিটের প্যাকেট সবাই মিলে খেতে খেতে বাড়ি যান ।
আসল কথা হলো ওদের সাথে কথা না বললেও পারতাম বা এড়িয়ে যেতে পারতাম । মানুষ ব্যবহারের কাছে হার মানে এবং কতটা আন্তরিকতার সাথে ব্যবহার করেছিল পরবর্তীতে । এখান থেকে তারা ভবিষ্যতে কিছু শিখতেও পারল । আমার মনে হয় না তারা এরকম ব্যবহার আর সচরাচর করবে ।

আরো এত্ত এত্ত সুন্দর ছবি তুলছি ..... পরে ছবিগুলো আপলোপড করব । এমনিতে বেশী হয়ে গেছে বাপরে আমি যাই ..... সরি । তারপরও যদি অসুবিধা হয় প্লিজ বলবেন আমি দুভাগ করে দুইটা টপিক করে দিব ।

আরো ছবি আছে ....... পরে আবার পোষ্টাবো । সাথেই থাকবেন আশা করছি

 

 

 

০ Likes ২২ Comments ০ Share ১১৭০ Views

Comments (22)

  • - ইকবাল মাহমুদ ইকু

    বিড়ম্বনার আঁকা বাঁকা পথে, সেই যে চলা শুরু উদাস মেঘের সাথে
    যদি খসে পরে একখান শঙ্খচিলের পালক।

    ভালো লাগলো লিখা চারু ভাই 

    • - চারু মান্নান

      dhonnobadh, kobi vai

    - মোকসেদুল ইসলাম

    বেশ ভাল লিখেছেন কবি ভাই। শুভ কামনা রইল আপনার জন্য

    • - চারু মান্নান

      valo thakun kobi

    - রোদেলা

    নতুন করে কি বলবো,আপনার কবিতার আমি মুগ্ধ পাঠক।

    • - চারু মান্নান

      kub valu thakun kobi,,,,,,,

    Load more comments...