Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বইমেলার-২০১৫ (বাহিরের ছB)-১

২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় গিয়েছিলাম বইমেলায়..... নক্ষত্র ব্লগের পুরষ্কার আনতে । রাতের বইমেলা এবং বাহিরের হাবিজাবি মেলা বেশ ভাল লাগছিল। বেশীক্ষণ থাকতে পারিনি । রাত হওয়ার কারণে । মেলায় কয়েকটা বই কিনে বের হই। বাহিরের মানুষের আনন্দ মেলা দেখে মনটাই ভাল হয়ে যায়। সাজসজ্জায় অপরূপ সুন্দর লাগছিল পুরো বইমেলার ভিতর আর বাহির........ বইমেলা আসলেই আনন্দের একটা স্থান। উপছে ভীড়ই তা বলে দেয়।

বই কিনতে যেমন আনন্দ লাগে তেমনি সাজানো হাজার হাজার বইয়ের সমাহার দেখতেও বেশ লাগে। হাজার মন খারাপ হলেও বই মেলা গেলে নিশ্চিত যে কারো মন ভাল হয়ে যাবে।

এবারেও অনেক বই কেনা হয়েছে তবে বাচ্চাদের জন্যই বেশী কিনা হয়েছে। বইয়ের ছবি আগামী পর্বে থাকবে।
এই পর্বে মেলার বাইরের ছবি..................... আশাকরি ভাল লাগবে সবার ।

টুকটাক কিনাও হয়েছে আবার ফাঁকে ফাঁকে ক্লিকও দেয়া হয়েছে
১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

৮ Likes ১৮ Comments ০ Share ৪৯৯ Views

Comments (18)

  • - সোহেল আহমেদ পরান

    সুন্দর লেখনি...

    শুভেচ্ছা কবি emoticons

    • - সোহেল আহমেদ পরান

      আবার এসে ভোট দিয়ে গেলাম

    - রুদ্র আমিন

    ভাল লিখেছেন।

    • - পিয়ালী দত্ত

      khub valo

    - আলমগীর সরকার লিটন

    সুন্দর লেখার জন্য অনেক অভিনন্দন জানাই -------

    Load more comments...