Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফেরদৌসী বেগম

১০ বছর আগে

ফ্রিজিং টেম্পারাচার হালকা বৃষ্টি আর তুষারবর্ষ হলো সেন্ট্রাল এবং নর্থ টেক্সাসে !!

গতকাল অর্থাৎ ৫ই ডিসেম্বর, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই গুড়া গুড়া বৃষ্টি আর তুষারবর্ষণ শুরু হয় এবং শুক্রবার সকাল পর্যন্ত ছিল। এখন সমস্ত গাছ-পালা, রাস্তা সাদা হয়ে আইসিং হয়ে আছে। প্রকৃতি যেন এই সেন্ট্রাল এবং নর্থ টেক্সাসে উপর সাদা চাদর বিছিয়ে দিয়েছে। প্রতিটা বাড়ির রোফে তুষারে ঢেকে সাদা হয়ে আছে, আবার কিছু কিছু তুষার গলে বরফ স্ফটিকের মত ঝুলে আছে বাড়ির রোফের কার্নিস কিংবা জানালার কার্নিসে কিংবা গাছ-গাছালিতে। আর রাস্তার অবস্থা তো পিচ্ছিল হয়ে ভয়ঙ্কর হয়ে আছে, যার জন্য ড্রাইভিং করা খুবই ঝুঁকিপূর্ণ এখন। একেতো রাস্তায় বরফ আর তুষারের কোয়ার্টার ইঞ্চি আইসিং স্তর পড়েছে, সেইসাথে তাপমাত্রাও কমে গিয়ে ফ্রিজিং হয়ে যাচ্ছে। এদিকে অসুস্থতার জন্য গত সপ্তাহেও বেশ কয়েকদিন ছুটি কাটিয়েছে আমার সাহেব, আজ দুদিন ধরেও সে খারাপ ওয়েদারের জন্য ছুটি কাটাচ্ছে। অন্যদিকে ওয়েদারের এই খারাপ অবস্থার জন্য আমার সিটির পুরো স্কুল ডিস্ট্রিকই বন্ধ ছিল আজ, তাই ছেলেদেরও এখন ছুটি। তারউপর উইকেন্ডের দুইদিন ছুটি তো এমনিতেই আছে। মোটকথা সবাই এখন বাসায়ই।

 সবাই এখন ঘরে আছে বলে, আমারও সময়টা বেশ ব্যস্ততায় কাটছে। তিন বেলায়ই কিছু না কিছু টুকটাক রান্না করছি, টিভি দেখছি, মুভি দেখছি, তারপরও কেমন যেন একঘেয়েমি অনুভবও হচ্ছে, বাহিরে যেতে পারছিনা বলে। এই যেমন আজ ঠান্ডা ছিল বলে, সকালে ভিজেটেবল/চিকেন সুপ সাথে ইতালিয়ান ব্রেড দিয়ে নাস্তা হলো, দুপুরে নরম খিচুড়ি আর মাংস, রাতেও হয়ত অন্যরকম কোনো কিছু হবে। এই সব মিলিয়ে এ যেন এক খুবই অন্যরকম একটি দিন। আজ সকালে উঠেই দেখি আমার ছোট ছেলে অসি একা একাই বাহিরে খেলা করছিল, ওকে ডাকতে গিয়েই সেই সুযোগে আমিও কিছু ছবি তুলে নিয়েছিলাম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

০ Likes ৮ Comments ০ Share ৪৭৯ Views