Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফেসবুক অথবা ব্লগে লেখার মান নিয়ে মন্তব্য করার কিছু নেই

ফেসবুক অথবা ব্লগ যাই বলুন শিল্পের চর্চা এক বিষয় আর নিজের পানসে শরবতসবাইকে ফ্রি উপহার দেয়া এক বিষয় । আমাদের পাশের বাড়ির বউয়ের খবর শুনি-নিজের রান্না খেয়ে নিজেই বাহবা দেয় নিজেকে-স্বাদই লাগে, ভালোইলাগে । ফেসবুক অথবা ব্লগ বাদ দিলাম, প্রিন্ট মিডিয়াতেও যাদের লেখা আসছে, সবার লেখা  কবিতা কি মান সম্পন্ন ?

দৃষ্টিভঙ্গির ব্যাপার ।  হাজার বিশেক টাকা খরচ করলেই যদি বইমেলাতে বই পাবলিশ করা যায়, এর চেয়ে ফেবুতে অথবা ব্লগে উপস্থিত স্ট্যাটাস লিখে কাব্য চর্চা করা কে আমি বরং অনুপ্রেরণা দেই । আমার এমন অনেক বন্ধু আছেন যারা মনের কথাগুলো স্ট্যাটাস বারে লিখে কবিতা লিখেন । হতে পারে এই লেখাগুলোর কিছুটা পরিবর্তন অথবা পরিমার্জন করার প্রয়োজন আছে ।

ছোটছোট বাক্য,

অথবা বাক্য ভেঙে ফেলা

অথবা একটা সাংঘাতিক উচ্চারণ বাজিয়ে দেয়া,

একটু হোঁচট,

এক্টু ধাওয়া,

একটু ধ্বাক্কা লাগা,

কোন নতুন বোধের  হিস্যার উপস্থাপন.........

 

নয়তো  কেবল যারা মুক্ত বুদ্ধির ঢেউয়ে ভেসে গেল,

বিদেশথেকে কিছু সংস্কৃতি অথবা মতবাদ

ধার করে এনে দিয়ে গেল,

ন্যংটা পাগল কে পূজা করার ফন্দি

আর তারই ছবি আঁকতে গেলো্‌,   

 

এতোটাই ফারাক এঁকে দিয়ে গেল --

সাধারণেরা কিছু বুঝলাম না,

হয়তো এক পা একুশে ফেললেন,

এক পা দিলেন কোলকাতায়

আরেক পা ওয়াশিংটনে,

 

কেউ আস্তিক হলে

কেউ কেউ বিমর্ষ ঘোড়ার মত চিচি করে উঠলেন ... 

কত সমস্যার কথা বলব ? দৃষ্টিভঙ্গি দেখে দেখে পানি চিবাই আর ভাবি যার শিল্প তার কাছেই থাক । যার ভালো লাগে তার বুকেই উনি থাকুক বিস্ময়কর প্রতিভা হয়ে ।

০ Likes ২৪ Comments ০ Share ৪৯৪ Views

Comments (24)

  • - মাসুম বাদল

    সুন্দর প্রত্যয়...

    • - জাকিয়া জেসমিন যূথী

      ধন্যবাদ ও শুভেচ্ছা। 

    - ধ্রুব তারা

    ভাল কবিতা

    • - জাকিয়া জেসমিন যূথী

    - রোদেলা

    শুদ্ধ সপ্নের প্রয়াশ।

    • - জাকিয়া জেসমিন যূথী

      অনেক ধন্যবাদ , রোদেলা আপু। 

    Load more comments...