Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘলা মেয়ে

৯ বছর আগে

ফেলে দেয়া জিনিস দিয়ে তৈরি করুন ইউএসবি ফ্যান

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবার কাছেই কিছু না কিছু নস্ট ইলেক্ট্রনিক্স পন্য থাকে। সেইসব অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি ইচ্ছে করলে করতে পারেন প্রয়োজনীয় অনেক কিছু। আজ দেখব কিভাবে তৈরি করা যায় ইউ.এস.বি ফ্যান। চলুন তাহলে শুরু করা যাক।

ইউ. এস.বি ফ্যান

যা যা লাগবেঃ

১. ১ টি ইউ.এস.বি ক্যাবল ।

ইউ.এস.বি তার

২. ১ টি কুলিং ফ্যান ।

ইউ.এস.বি ফ্যান

দুটি উপকরণ ই সহজে যোগার করতে পারবেন । যোগার করা হয়ে গেলে নিচের নিয়মটি অনুসরন করুন ।

কি করতে হবেঃ

১. প্রথমে ইউ.এস.বি ক্যাবল এর লাল এবং কালো গ্রাউন্ড তার দুটি ছাড়া বাকি গুলো ছেঁটে ফেলুন ।

২. কুলিং ফ্যানের তারের মাথার কানেক্তরতা কেটে ফেলুন ।

৩. এবার এউ.এস.বি ক্যাবল ও কুলিং ফ্যানের লাল তারের সাথে লাল তার এবং কাল তারের সাথে কাল তার জুরে দিন ।

৪. জোড়া অংশটা টেপ দিয়ে ভালো করে মুরে দিন ।

যা জানাবেনঃ

কেমন বাতাস দিচ্ছে আমাকে জানান !!!

ল্যাপটপ ব্যবহার কারীরা বিদ্যুৎ চলে গেলে ও আরামে থাকবেন !!!

সংগ্রহঃ ইন্টারনেট

২ Likes ১ Comments ০ Share ৪৪৭ Views