Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মেঘলা মেয়ে

৯ বছর আগে লিখেছেন

স্লো কম্পিউটার ফাস্ট করতে যা করবেন


কম্পিউটার পুরাণ হয়ে গেলে নতুনের তুলনায় ধীরগতির বা স্লো হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই ইলেক্ট্রনিক যন্ত্রপাতি আস্তে আস্তে স্লো হয় অর্থাৎ কাজ করতে সময় একটু বেশি নেয়। কিন্তু তারও একটা সীমা আছে। প্রোগ্রাম খুলতে খুব বেশি দেরি করে, ক্লিক করার পর দীর্ঘক্ষণ ঝিম মেরে থাকে, একসাথে একাধিক প্রোগ্রাম খুলে কাজ করা যায়না কিংবা সময সময় হ্যাং করে ইত্যাদি সমস্যা অস্বভাবিক। অনেকে এই সমস্যার সমাধানে শুধু RAM বাড়ানোর পরামর্শই দেন। কিন্তু সেটা আসল সমাধান না। আসুন জেনে নেই এই সমস্যা হলে কোন পরামর্শগুলো আপনার জন্য সবচেয়ে ভাল কাজ করবে। পরামর্শ দিয়েছে computer hope.
 
কম্পিউটারের Speed বাড়ানোর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে RAM এবং Processor এবং তার সাথে সামঞ্জপূর্ণ মাদারবোর্ড। অর্থাৎ RAM বাড়িয়ে এবং Processor আপডেট করে স্পীড বাড়ানো যায়। RAM হয়তো কিছুটা বাড়ানো যায় কিন্তু Processor বাড়াতে গেলে আসে Motherboard এর কথা। মনে রাখতে হবে আপডেট Motherboard না হলে নতুন Processor কে সাপোর্ট করবে কিনা তা বলা মুশকিল। তাই পুরাতন মডেলের পিসি যাতে RAM বা Processor আপডেট করার সুযোগ নেই তাতে নিচের কাজগুলো করা যেতে পারে। এতে Slow PC কিছুটা হলেও স্পীড পাবে।
 
যদি আপনার কম্পিউটারটি রিবুট করা না থাকে তাহলে রিবুট করে নিন। এরপর নিচের কাজগুলো ধারাবাহিকভাবে করুন।
 
১. টেম্প ফাইল টিলিট করুন। Run এ গিয় লেখুন prefetch তারপর OK দিন। যা আসবে সব ডিলিট করুন। একইভাবে temp, %temp%, recent লিখে এন্টার দিন এবং সব ডিলিটকরুন।
 
২. Search এগিয়েলেখুন  *.tmp এবং সার্চ দিন। যা পাবেন সব ডিলিট করেদিন। এভাবে  *bac,*.bak, *.bck, *.bk!, *.bk$ গুলোও সার্চ দিয়ে Deleteকরুন। কাজটি উইন্ডোজ এবং নতুন প্রোগ্রাম ইনস্টল করার পর সাধারণত একবার করলেই হয়। অবশ্য অনেক... continue reading
Likes Comments
০ Shares

মেঘলা মেয়ে

৯ বছর আগে লিখেছেন

ভালবাসার আবেগের কিছু কথা

যখন মানুষের খুব প্রিয় কেউ
তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে
তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায়
এবং চায় যে সব ঠিক হয়ে যাক ।
কিছুদিন পর সে সেই
প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়।
আর অনেকদিন পরে সে আগের চেয়েও
অনেক বেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে
যে কারো ভালবাসায় জীবনে
অনেক কিছুই আসে যায়,
কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।” continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - টোকাই

    অনেক ধন্যবাদ ভাই । আপনার মতো যদি সবার সৎ সাহস থাকতো......

মেঘলা মেয়ে

৯ বছর আগে লিখেছেন

নতুন বছর আসতেই বাড়ছে আরেক দফা বাড়িভাড়া

আসছে নতুন বছর। নতুন বছর মানেই নতুন করে সব কিছু শুরু করা। আর এ ধারাবাহিকতায় বাড়ির মালিকরাও নতুন বছরের শুরুতেই আরও এক দফা বাড়াচ্ছে বাড়িভাড়া।
নগরবাসীর অভিযোগ, বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও তদারকিতে সরকারের উদাসীনতার কারণেই এ সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। অন্যদিকে, সিটি কর্পোরেশন বলছে, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও তদারকির জন্য কোন নির্দিষ্ট সংস্থা না থাকায় আইনের তোয়াক্কা করছে না কেউ।
বাড়িভাড়া নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা জড়িয়ে পড়েন বিতর্কে। চলে পাল্টাপাল্টি যুক্তি। বছরের শেষ দিনগুলো যেন আরও দু:সহ হয়ে ওঠে নগরবাসীর কাছে। কারণ, নতুন বছর এলেই বাড়ে বাড়িভাড়া, শিশুর নতুন ক্লাসে ভর্তিসহ নানা খরচ। তবে বাড়ি মালিকরা মনে করেন, বাড়ি নির্মাণ খরচের সাথে সমন্বয় রেখেই তারা ভাড়া বাড়িয়ে থাকেন।
বাড়িভাড়া নিয়ন্ত্রণে সর্বশেষ ২০০৭ সালে ঢাকা শহরকে ১০টি রাজস্ব অঞ্চলে ভাগ করে ভাড়ার হার নির্ধারণ করে দেয় সিটি কর্পোরেশন। অভিজাত এলাকাগুলোতে পাকাবাড়ি প্রতি বর্গফুট ১২-১৩ টাকা আর মিরপুর যাত্রাবাড়ীর দিকে পাকা বাড়ি প্রতি বর্গফুট ৬ টাকা হিসাবে ভাড়া নির্ধারণ করা হয়। কিন্তু সে হারের তোয়াক্কা না করে নির্ধারিত অঙ্কের ৩ গুণেরও বেশি ভাড়া আদায় করছেন রাজধানীর বাড়ি মালিকরা।
ভোক্তা স্বার্থ সংশ্লিষ্ট সংগঠন ক্যাব বলছে, ২০১১-র তুলনায় ২০১২ সালে প্রায় ১০ শতাংশ বাড়িভাড়া বেড়েছে। ২০১৩ সালে বাড়ে প্রায় ১১ শতাংশে। নতুন বছরে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার অজুহাতে বাড়িভাড়া আরও বাড়ানোর আশঙ্কা ক্যাবের।
বাড়িভাড়া যে হাড়ে দিন দিন বাড়ছে তা নিয়ন্ত্রণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন।
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - টোকাই

    সুন্দর । তবে ছন্দতে বিরাট পতন । emoticons

মেঘলা মেয়ে

৯ বছর আগে লিখেছেন

গুগলের নেক্সাস ৬-রিভিউ !

বহু প্রতীক্ষার পরে এবার বাজারে আসছে গুগলের “নেক্সাস ৬” অনেকদিন ধরেই সবাই অপেক্ষা করছিলো এই ডিভাইসটির জন্য। গুগল ঠিক যথা সময়ে এটি অবমুক্ত করল। অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো গুগল এবার তাদের নেক্সাসে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। সব থেকে বেশি যে পরিবর্তনটি চোখে পড়বে সেটি এর ডিসপ্লে। নেক্সাস ৬ এর ডিসপ্লে সাইজ দেয়া হয়েছে ৬ ইঞ্চি। যেটি কিছুদিন আগে বাজারে আসা আইফোন ৬ প্লাস কিংবা গ্যালাক্সি নোট ৪-এর চেয়েও বড়। বাজারের চাহিদার দিকে লক্ষ্য রেখে গুগল এবারের নেক্সাস ৬ ফোনে দিয়েছে ৬-ইঞ্চি আকারের বিশাল ডিসপ্লে।
অনেকের মনে ভ্রান্ত ধারণা থাকতে পারে যে এতো বড় ডিসপ্লে দেবার কারনে এর ডিসপ্লের মান বা ছবির মান খুব একটা ভালো হবে না। কিন্তু না নেক্সাস ৬ এর ডিসপ্লে হচ্ছে কোয়াড এইচডি (qHD) , যার ফলে বড় আকারের ডিসপ্লে হওয়ার সত্ত্বেও এর ইমেজ বা পিকচার কোয়ালিটি হবে একেবারে ঝকঝকা পরিস্কার আফটার আল গুগলের প্রোডাক্ট বলে কথা।

continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    যক ঘুমের টিপিস খুবি লাগল

মেঘলা মেয়ে

৯ বছর আগে লিখেছেন

যেভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন !

কমবেশি আমরা সবাই ফেসবুক ব্যাবহার করি সেখানে অনেক সময় অনেক ভিডিও দেখি যেগুলা পরে আবার দেখতে ইচ্ছা করে। কিন্তু দুর্ভাগ্য বসতো সেই ভিডিও গুলা ডাউনলোড করা হয় না বা পারিনা বলে পরবর্তীতে আর দেখতে পারিনা।
কিভাবে ফেসবুক থেকে আপনার দেখা পছন্দের ভিডিও গুলা ডাউনলোড করবেন?
আজকে আমি আপনাদের সাথে কিছু সাইটের পরিচয় করিয়ে দিবো যেগুলার সাহায্যে খুব সহজে আপনি ফেসবুক থেকে সকল ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
তবে চলুন কথা না বাড়িয়ে সাইট গুলার নাম যেনে নেয়া যাক।
downvids.net
facebookvideoz.com
fbdown.net
keepvid.com
getfbstuff.com
savefrom.net
downfacebook.com
videograbber.net
savevideo.me
আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটির লিঙ্ক নিয়ে যেকোনো একটি ওয়েবসাইটে পেস্ট করুন আর ডাউনলোড বাটানে ক্লিক করুন। তারপর দেখবেন আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হবে।
continue reading
Likes Comments
০ Shares
Load more writings...