Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফেরদৌসী বেগম শিল্পীর শুভ জন্মদিনে শুভেচ্ছা

আজ আমাদের সবার প্রিয় সহ ব্লগার ফেরদৌসী বেগম শিল্পীর শুভ জন্মদিন।

আপনারা সবাই আমার সাথে একমত হবেন এবং জানেন উনি নামে শুধু শিল্পী নয়

উনার কাজেও এক অসাধারন শিল্পমনস্কতর পরিচয় ইতিমধ্যে আমরা উনার ব্লগে এবং ফেসবুকে পেয়েছি।

তাই উনার জন্মদিনে উনার মতোন সুন্দর করে ফুল লতা দিয়ে সাজিয়ে ফটোফ্রেম

দিতে পারছিনা বলে দুঃখিত।(আমি এই শিল্পটা করতে জানিনা বিধায়)

 

তবে উনার এই শুভদিনে আসুন পৃথিবীর বিভিন্ন ভাষায় উনাকে জন্মদিনের শুভেচ্ছা

জানাই।এখানে একটা বিষয় আমি করতে চেষ্টা করেছি যেটা উল্লেখ করছিনা

দেখি সেই বিষয়টি আপনাদের নজরে আসে কিনা?

 

প্রথমে আমাদের মায়ের ভাষা বাংলায় লিখি

শুভ জণ্মদিন

তার পরে পৃথিবীর বিভিন্ন ভাষায় তবে ইংরেজী উচ্চারণে

 

FRENCH             JOYEUX ANNIVERSAIRE/BON ANNIVERSAIRE    

ESTONIAN         PALJU ONNE SUNNIPAPAEVAKS

ROMANIAN         LA MULTI ANI

DUTCH              GELUKKIGE VERJAARDAG

ORIYA               JONMODINER SHUBHECHHA

UZBEK               TUG’ILGAN KUNINGIZ BILAN

SOMALI             DHALASHO WANAAGSAN

INDONESIAN     SELMAT ULANG TUHUN

 

SINDARIN         NOSTOR VAREN

HUNGARIAN      BOLDOG SZULETENAPOT

ITALIAN            BUON COMPLEANNO

LATIN               FELIX DIES NATALIS

PERSIAN          TAVALLODET MUBARAK

IDO                 BONA/FELICA NASKO-DIO BREITHIA SONA DUIT

 

এবং সবশেষে আবারও আপনাকে জানাই

শুভ জন্মদিন

ভাল থাকুন

অনুরোধ

সকল সন্মানিত ব্লগারগন যদি কোন ভুল করি দয়া করে ক্ষমা করবেন আশারাখি।

 

 

ALL ARE COLLECTED FROM

http://www.omniglot.com/language/phrases/birthday.htm

 

০ Likes ১১ Comments ০ Share ৩০০০ Views

Comments (11)

  • - ঘাস ফুল

    যাক ব্লগে শেষ পর্যন্ত ঢুকতে পেড়েছি। মইনুল ভাইয়ের পোষ্ট পড়েও যারা মন্তব্য নিয়ে কার্পণ্য করছেন, তারা আসলে ব্লগিংটাকে খুব একটা উপভোগ করছেন না। ব্লগিং করতে এসে যদি এটাকে উপভোগ না-ই করি তবে আর কেন ব্লগিং করা। পারস্পারিক মন্তব্য আদান প্রদানের মধ্য দিয়ে আমরা নিজেদের লেখার ওপর নিজেদের দুর্বলতাগুলো দূর করতে পারি। পারি নিজেদের মধ্যে একটা বন্ধুত্বের বলয় গড়ে তুলতে। প্রত্যক্ষ উপকারে না আসলেও এই বলয় পরোক্ষ উপকারে আসবে। সৃষ্টিশীলতা বাড়বে। জানার পরিধি বহুগুণ বেড়ে যাবে, যা বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই কাজে আসবে। তাই চলুন আমাদের স্লোগান হোক,

    ব্লগিং করবো চুটিয়ে, সৃষ্টি তখন পড়বে পায়ে লুটিয়ে।  

    আশা করছি আপনার এই পোষ্ট অনেকের ঘুম ভাঙাতে সাহায্য করবে। পোস্টে আমার নামটা উচ্চারণ করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি নীলদা। ধন্যবাদ। 

    • - নীল সাধু

      আমি সেদিন আলাপ করছিলাম আরো কয়েকজনের সঙ্গে।

      বিষয় ছিল সাম্প্রতিক সময়ে যারা ব্লগে অবদান রেখে যাচ্ছে তাদের নিয়ে। সেখানে অবধারিতভাবে আপনার নাম এসেছে। আপনি যেভাবে ব্লগিং করছেন তা হতে পারে একজন আদর্শ ব্লগারের উদাহরন। নবীনরা শিখতে পারে আপনার কাছ থেকে। কি করে ব্লগিং কে আনন্দময় শিক্ষনীয় করে তোলা সম্ভব এটা আপনি দেখিয়ে দিয়েছেন।

      ধন্যবাদ ঘাস ফুল। ভালো থাকুন।  

    - আলভিনা চৌধুরী

    মন্তব্য কইরা গেলাম   

    পুষ্ট ভালূ হইসে ( আমার নাম দেকলুম, তাই কইলাম আর কি ! ) 

    • - নীল সাধু

    - কালপুরুষ

    ব্লগিং-এর শুরুতে সেরা মন্তব্যকারী হিসেবে যথেষ্ট সুনাম ছিল আমার। সম্ভবত সামুতে এখন পর্যন্ত সেরা ৫ মন্তব্যদাতা ও মন্তব্য পাওয়ার তালিকায় আমার নিকটা আছে। ব্লগিং-এর শেষ দিকে এসে কেমন আলসেমিতে পেয়ে বসলো তার কারণ অবশ্য ভাল লেখা ব্লগে না পাওয়া এবং অজস্র বানান ভুলের লেখায় মন্তব্য করতে অনীহা থাকায় ধীরে ধীরে মন্তব্য করার দিক থেকে সরে এলাম। এখন লিখিও কম, মন্তব্যও করি কম। গঠনমূলক মন্তব্য করার মতো তেমন লেখা চোখে পড়েনা, আর ব্লগে আম ততটা নিয়মিত নই বলা বাহুল্য ব্লগিং প্রায় ছেড়েই দিয়েছি বলেই মন্তব্য করার প্রতি তেমন উৎসাহ বা আগ্রহ নেই্। তবে যারা আমার লেখায় নিয়মিত মন্তব্য করেন তাদের প্রতি একটা দায়বদ্ধতা থেকেই যায়, লগিন করলে সেগুলোর জবাব দিতে চেষ্টা করি। তবে সবার কাছে আমার অনুরোধ থাকবে ভাল লেখায় ও উঠতি লেখকদের লেখায় গঠনমূলক মন্তব্য করুন এতে আপনার হয়তো তেমন লাভ হবেনা তবে নতুন লেখক সৃষ্টিতে তা অপরিসীম ভূমিকা রাখে বলেই আমার বিশ্বাস। আমি বাংলা ব্লগিং-এ আজ যে অবস্থানে দাঁড়িয়েছি তার পেছনে অগুনিত পাঠক আর তাদের মূল্যবান ও আন্তরিক মন্তব্য ও শুভেচ্ছা অনেক অনেক অবদান রেখেছে। আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আজ তাদের মন্তবৌ না পেলে বা অন্যের লেখা না পড়লে আজ আমি যা লিখছি তার কিছুই লিখতে পারতাম না। তাই আমার বিনীত অনুরোধ অন্যের লেখা পড়ুন, মন্তব্য যাই হোক একটু কিছু লিখুন দেখবেন বিনিময়ে আপনার লেখা সমৃদ্ধ করতে তারাই আপনার পাশে আছে। পাঠক সৃষ্টি করার আগে পাঠক হউন, একজন মনোযোগি পাঠকই একজন ভাল লেখিয়ের পূর্বশর্ত। সবাই ভাল থাকুন। অনেক অনেক শুভ কামনা রইলো।  

    • - নীল সাধু

      তাই আমার বিনীত অনুরোধ অন্যের লেখা পড়ুন, মন্তব্য যাই হোক একটু কিছু লিখুন দেখবেন বিনিময়ে আপনার লেখা সমৃদ্ধ করতে তারাই আপনার পাশে আছে। পাঠক সৃষ্টি করার আগে পাঠক হউন, একজন মনোযোগি পাঠকই একজন ভাল লেখিয়ের পূর্বশর্ত।

      সুন্দর বলেছেন। শুভেচ্ছা সুপ্রিয় কালপুরুষ দা

      আপনি দীর্ঘ মন্তব্যে বেশ কিছু মুল্যবান কথা বলেছেন। আমি কৃতজ্ঞ।

      ভাল লেখায় ও উঠতি লেখকদের লেখায় গঠনমূলক মন্তব্য করুন এতে আপনার হয়তো তেমন লাভ হবেনা তবে নতুন লেখক সৃষ্টিতে তা অপরিসীম ভূমিকা রাখে বলেই আমার বিশ্বাস। আমি বাংলা ব্লগিং-এ আজ যে অবস্থানে দাঁড়িয়েছি তার পেছনে অগুনিত পাঠক আর তাদের মূল্যবান ও আন্তরিক মন্তব্য ও শুভেচ্ছা অনেক অনেক অবদান রেখেছে। আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। 

      আমার বেলায়ও এই কথাগুলো প্রযোজ্য।  

       

       

       

    • Load more relies...
    Load more comments...