Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Alamgir Sarker Liton

৮ বছর আগে

ফিরে পায়


(ছবিটা নেট থেকে সংগ্রহ)

সত্য অমাবস্যার রাত

ফিরে পায় অনুরাগ–

ঐ তারা – ঐ চাঁদ-

তবে ভালোবাসায়

ভালোবাসা বারিয়ে দাও না-

ঐ ছুঁয়ে যাওয়া হাত ।।

আজি গ্রীষ্মের এই খরা হাওয়ায়

কৃষ্ণচূড়া পাপড়ি ঝরে ঝরে যায়

তেমনী করে স্মৃতির দহন

কাঁটে না কাঁটে না - বিষাদ

চূড়ায় একলা জাগা রাত ।।

এই রাতগুলো যদি একবার হতো

ঐ দীঘল কালো অমাবস্যার মতো -

ফিরে পেতাম বুঝি ঐ পূর্ণিমার চাঁদ ।।

বকুলফুলের পাতার মতো

ঝিরি ঝিরি দুলে যেতাম

ঝিরি ঝিরি দুলে যেতাম

এ সারা রাত মুছে যেতো

ব্যর্থ প্রণয়ের আর্তনাদ ।।

লেখার তারিখঃ ০৪//১৫
===================

০ Likes ০ Comments ০ Share ৪৫৮ Views