Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

md. musaddek hosen

৯ বছর আগে

ফাঁকি

ফাঁকি
-মোঃ মোসাদ্দেক হোসেন

ফাঁকি মানেই পড়ছে বাঁকি
হোকনা সেটা পড়া
হোকনা সেটা কাজে কাজে
কিংবা টাকার তোড়া।

ফাঁকি মানেই বিলম্বতে 
ধ্বংস হচ্ছে সবে
ফাঁকির ফাঁকে জড়িয়ে পড়ে
মুক্তি পাবে কবে?

ফাঁকি মানেই নষ্ট সময়
ডেকে আনা কষ্ট
ফাঁকিটাকে আনলে ডাকি
জীবনটা হয় নষ্ট।

ফাঁকি থেকে উঠরে ডাকি
শপথ নিয়ে মনে
আজি হতে গর্জে ওঠো
প্রতি কাজে ক্ষণে।

যা গেছে তা ফিরবেনা আর
পাবি কেন কষ্ট
নতুন করে কররে শুরু
হবি কেন নষ্ট?

কররে শুরু শেষ সময়ে
বলুক তারা যাতা
দেখবি সেদিন পারবি যে দিন
দিবেনা আর ব্যথা।

তাইতো আজি কররে শুরু
বন্ধ করে ফাঁকি
আলোর মশাল হাতে নিয়ে
উঠরে আজি ডাকি।

১ Likes ০ Comments ০ Share ৫৮৩ Views

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    বাহ ছন্দময় ছড়া বেশ ভাল লাগল