Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"পড়ালেখা"

হায় রে পড়ালেখা-

তুই-ই নাকি গড়তে পারিস

নিখুঁত ভাগ্যরেখা ?

 

তাই তো তোরে নিয়ে-

এগিয়ে গেলাম সামনে শুধুই

সব বিসর্জন দিয়ে !

 

মন না দিয়ে খেলায়-

গুরুজনের পথ চলতে গিয়ে

পড়েছি অবেলায় !

 

পড়তে পড়তে আজ-

ছাব্বিশ পেরিয়েও শুধু দেখি

অন্ধকারের সাঁজ !

 

বিবেক আমায় তাই-

জিজ্ঞেসে এই লেখাপড়ায় তবে

লাভ কি কিছু নাই ?

 

অনেক ভেবে দেখি-

গভীর সব এই ভাবনা চিন্তা

কেমন করে শিখি ?

 

গোড়াতেই যে ভুল-

পড়ালেখাই নয়তো জীবনের

চাকরি নামের ফুল !

 

সত্যিকারের পড়ালেখা-

আদর্শের এক জীবন গড়তে

যায় যে সবই শেখা !

 

জ্ঞান অর্জনের তরে-

তাই যে শিখা এই পড়ালেখা

আপন মনে করে !

১ Likes ০ Comments ০ Share ৩৬১ Views

Comments (0)

  • - সরফরাজ আহমেদ খান

    ভালো লিখেছেন। শুভেচ্ছা।