Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রস্রাবের সাথে রক্ত যাওয়া - সচেতনতা ও সাবধানতা

প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটাকে মোটেও সাধারন ভাবে ছোটো কিছু ভাবার কারন নেই, কেননা এর বড় একটা কারন ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান (মূত্রনালীতে ইনফেকশান) হলেও এর আরেকটা কারন হচ্ছে ইউরিনারি ক্যান্সার। ( কিডনী বা ইউরিনারি ব্লাডার(মুত্রথলি)-এ ক্যান্সার)

কথা হচ্ছে কেউই প্রস্রাবের সাথে রক্ত যাওয়াকে মোটেও স্বাভাবিক ভাবে নেয়না বরং খুবই শংকিত হয়ে ওঠে এবং অতি সত্ত্বর কিছু করতে চায়, যত দ্রুত সম্ভব চিকিৎসকের (ইউরোলোজিস্ট) শরনাপন্ন হওয়ার চেষ্টা করে।

অনেকে আবার ভেবেই বসে যে তার কিডনীই হয়তো নষ্ট হয়ে গেছে ... না পারত পক্ষে ব্যপারটা এমন কিছু নয়। প্রস্রাবের সাথে রক্ত তখনই যায় যখন ইউরিনারি ট্রাক্ট–এ কোথাও ইনফেকশান হয়, বা পাথর হয়ে সেটা ইউরিনারি ট্রাক্ট-এর আবরন চিরে ফেলে, অথবা সে রক্ত কম জমাট বাধার কোনো ঔষধ খায় বা ইউরিনারি ট্রাক্ট এর ক্যান্সার!

যেটা জানা প্রয়োজন এমন ভয়ংকর সব কারন ছাড়াও কি এটা হতে পারে?
পারে, যদি বিটরুট জাতীয় খাবার বেশি খাওয়া হয়। আর কিছু কিছু ঔষধ খাওয়ার জন্যও এমন হতে পারে – রিফামপিসিন (যক্ষার ঔষধ), এল্যুপুরিনল (গাউট/ বাতের ঔষধ) এর জন্যও এমন হতে পারে।

আরেকটা ব্যপার জানা প্রয়োজন, তা হলো প্রস্রাবের সাথে কখন রক্ত গেলে সেটা দিয়ে কি বোঝা যায়!
ধরুন, প্রস্রাব এর শুরুতে রক্ত যাচ্ছে, এটা সাধারনত প্রস্টেট বা ইউরেত্রা / মূত্রনালী তে কোনো সমস্যার জন্য হয়!
শেষের দিকে গেলে, এটা প্রধানত মূত্রথলি তথা ইউরিনারি ব্লাডার এর সমস্যার জন্য হয়
আর পুরা সময় জুড়ে রক্ত গেলে এর কারন কিডনী বা আপার ইউরিনারি ট্রাক্ট এ কোনো সমস্যা হওয়া!

ইউরিনারি ইনফেকশানের ক্ষেত্রে এন্টিবায়োটিক ঔষধের সাথে সাথে প্রচুর পানি খাওয়া প্রয়োজন! আর ইউরিনারি ইনফেকশানের পর ই নয়, পর্যাপ্ত পানি খেলে শরীরে কিডনী এবং ইউরিনারি ট্রাক্ট জনিত সকল রোগই হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়।

ভালো থাকুন, সুস্থ থাকুন!


ফেসবুক-এ আপডেট পেতে ফলো করুন – Dr. N. H. Sarja 
টুইটার-র আপডেট পেতে ফলো করুন – @drnhsarja

১ Likes ৩ Comments ০ Share ৪৪৬ Views

Comments (3)

  • - মেজদা

    প্রতিটি মানুষের ভিতর অনেকগুলো মানুষ বাস করে।

     

    সুন্দর কবিতা-ভাল লেগেছে। ধন্যবাদ

    - এই মেঘ এই রোদ্দুর

    ভাল লাগল

    - আলমগীর সরকার লিটন

    বা সুন্দর অনুভূতির কবিতা

    হ্যা সত্য কথা --

    অনেক অভিনন্দন রইল

    Load more comments...