Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাজু মল্লিক

৯ বছর আগে

পুতুল মানব

    শীতে ঠোঁট ফেটে যায় । নখের পাশে চামড়া ছিলকের মতো উঠে আসে । মাঝে মাঝে হাতের চামড়াও ফেটে যায় । খুব যন্ত্রণা করে । খুব জ্বালা করে । পছন্দের একটু ঝাল খাবার পরখ করেও খেয়ে দেখার সাধটা দমে আসে । অথবা ঝাল বেশী মশলাদার খাবার হাত দিয়ে ভালো করে মেখে খেতেও খুব কষ্ট হয় । তার চেয়ে বরং না খেয়ে থাকাই ভালো । ভেসলিন কিংবা ভালো ক্রিম কিনে এনে সেসব স্থানে লাগাই । আহ!! আরাম । ঠোঁট ফাটার যন্ত্রণা থেকে পরিত্রাণ । আদিখ্যেতা করে চামচ ব্যাবহার করি খাবারের সময় । কিংবা আদরে মা নিজ হাতে খাইয়ে দেবেন । প্রবলেম সল্ভড্ ।

     হায়রে ! তখন হয়তো পেট্রোল বোমার শিকার কোনো মানুষ নামক পুতুল গুলো ছটফট করা বন্ধ করে দিয়ে মৃত্যু কামনা করতে থাকবে । এই পুতুল গুলো মরে পচে ডাস্টবিনে যাক আর মাটিতেই যাক আমার কিছু যায় আসে না । তাদের প্রবলেম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই । আমার কিচ্ছু যায় আসে না । আমার গায়ে তো আর পেট্রোল লেগে আগুন জ্বলেনি । যদিওবা লাগে আগুন , তখনতো কেউ আসবে না আমার পাশে । মিডিয়া গুলো টিআরপি বাড়াবে । অন্যরা ঘরে বসে বসে দেখবে আর গালাগাল করবে খিস্তিভরে । আমি জানি একথা । ভালো করেই জানি । তো আমি কেন অন্যের আগুন নেভাতে যাবো ? ভেসলিন লাগাতে যাবো ? আমিও একতাহীন একটা পুতুল সবার মতো । নিজেরটা পড়ি নিজেরটা খাই । সবার কথা ভেবে লাভ নাই । অযথা ক্রসফায়ারে পরা কিংবা গুম হওয়ার দরকারটা কি জেনে শুনে !! কবেই মরে পচে মিশে যাবো কেউ কিচ্ছুটি টের পাবে না । এটাও যেমন সত্য , তেমনি আপনিও একদিন পুতুল হবেন সেটাও সত্য । আমরা কখনোই একজোট হয়ে ভাবি না , বলি না , বসি না , চিন্তাও করি না ; আমরা কেন পুতুল হবো । ওফফো !! ভুলেই গেছি । আমরাতো এক এক কারখানার পুতুল । একজোট হবো কীভাবে !! যার যার ব্র্যান্ডের কারখানার তরফদারি করতে করতেই তো ৪৩ বছর হয়ে গেলো । ও! ভাবছেন আমি কোন কারখানার ? আমি , মেইড ইন অ্যান্ড মেইড বাই বাংলাদেশ ।

এখন ভরপেটে কম্বলের ভেতর প্রশান্তির ঘুম দেবো অবশেষে ।

৮ Likes ২৪ Comments ০ Share ৫১৮ Views